৮ দফা দাবিতে মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ৮দফা দাবিতে অবস্থান ধর্মঘট করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট।
সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক অংশ নেয়।
অবস্থান ধর্মঘটে অংশ নিয়ে বক্তারা বলেন, আমার মানবেতর জীবনযাপন করছি। আমরা না খেয়েও থাকছি। পরিবার নিয়ে স্বাভাবিক জীবনও আমাদের চলছে না।
বক্তারা বলেন, আজ আমাদের পরিবার ছেড়ে, মাদরাসা ছেড়ে এখানে এসে বসতে হচ্ছে। আমাদের নানা সমস্যা রয়েছে। তার সমাধানের জন্য আমরা বহুবার আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ করার কথা বলেছি। কিন্তু আমাদের দাবি মানা হয়নি। তাই আজ আমরা অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছি।
তারা বলেন, আমরা চাই, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাও জাতীয়করণ করা হোক।
বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার চলমান সমস্যা সমাধানে অবিলম্বে ৮ দফা দাবি কার্যকর করার আহ্বান জানান।
দাবিসমূহ হলো- ১. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহ জাতীয়করণ। ২. স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়নকরণ। ৩. স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ডাটা বেইজ চূড়ান্তকরণ। ৪. স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহারকরণ। ৫. রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভূক্তকরণ। ৬. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থাকরণ। ৭. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় ১ জন অফিস সহায়কের পদ সৃষ্টি করণ। ৮. স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারিকরণ।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে সংগঠনের সমন্বয়ক আলহাজ্ব কাজী ফয়েজুর রহমান, সংগঠনের মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী, মো. শামছুল আলম ও সদস্য সচিব মো. তাজুল ইসলাম ফরাজী, যুগ্ম সচিব মো. আব্দুস ছত্তার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
কেএম/এএস