ওয়েবমেট্রিক্সের ওয়েব সূচকে গড়া তালিকায় প্রথমে ‘হার্ভাড’
লেখা : রায়হান মাহবুব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
‘দি ওয়েবমেট্রিক্স র্যাংকিং অব ওয়াল্ড ইউনিভার্সিটিজ’ বা ‘দি র্যাংকিং ওয়েব অব ইউনিভার্সিটিজ’ প্রকাশ করে ‘সাইবারমেট্রিক্স ল্যাব’। স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিল বা ‘সিএসআইসি’ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান। আছে স্পেনের রাজধানী মাদ্রিদে। এটিই দেশটির সবচেয়ে বড় পাবলিক বা জনসাধারণের ইনস্টিটিউশন। স্পেনে গবেষণার জন্য নিবেদিত। সিএসআইসি ইউরোপে এই ধরণের ততৃীয় বৃহৎ গবেষণা প্রতিষ্ঠান। মূল লক্ষ্য-উন্নয়ন ও অগ্রগতি ঘটানো গবেষণা, বিজ্ঞান ও প্রাযুক্তিক সংশ্লিষ্ট খাতগুলোতে। যাতে দেশে সাহায্য করা সম্ভব হয় এবং স্পেন ও বিদেশীদের এই কাজগুলোতে সহযোগিতা তৈরি করা যায়।
২০০৪ সাল থেকে তারা তালিকাটি প্রকাশ করা শুরু করেছেন।
২০২১ সালের সর্বশেষ তালিকাতে ৩১ হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট সূচকগুলো নিয়ে কাজ করেছেন।
তাদের আরেকটি তালিকা আছে ‘দি ওয়েবমেট্রিক্স র্যাংকিং অব বিজনেস স্কুল’। সেটি বিশ্বের ব্যবসায়ের উচ্চতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওয়েব সাইটনির্ভর সূচকগুলো দিয়ে তৈরি করা হয়।
তাদের সর্বশেষ তালিকাতে প্রথমে আছে-যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত বেসরকারী গবেষণাধমী বিশ্ববিদ্যালয় ‘হার্ভাড ইউনিভার্সিটি’, এরপর তাদেরই আরেকটি সেই ধরণের বিশ্ববিদ্যালয় ‘স্টানফোর্ড ইউনিভার্সিটি’, আছে ক্যালিফোনিয়াতে। প্রথমটি হলো ম্যাসাচুসেটসের।
তারপর ম্যাসাচুসেটস শহরের নামে গড়া প্রযুক্তি বিজ্ঞানের বিশ্ববিদ্যালয় ‘এমআইটি’ বা ‘ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজি’। একে বেসরকারীভাবে জায়গা অনুদান দিয়ে গড়া হয়েছে।
তারপর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ‘ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া’। এটিও গবেষণাধমী বেসরকারী দানের জায়গাতে গড়া হয়েছে।
সবশেষে আছে ব্রিটেনের ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি’।
ওএস।