স্কুল-কলেজ নিয়মিত ক্লাস শুরুর অফিস আদেশ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আগামীকাল মঙ্গলবার (১৫ মার্চ) থেকে শুরু অফিস আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ সোমবার (১৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে- ‘করোনা ভাইরাসজনিক রোগ-এর বিস্তার কমে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিভাগের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান ১৫ মার্চ ২০২২ খ্রি. তারিখ হতে অব্যাহত থাকবে।’
এর আগে গত শনিবার (১২ মার্চ) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১৫ মার্চ থেকে সব বিষয়ে শ্রেণিকক্ষে ক্লাস শুরু হবে জানিয়েছেন।
এর মধ্য দিয়ে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান শুরু হচ্ছে। প্রাক-প্রাথমিকেও ১৫ মার্চ থেকে ক্লাস শুরু হচ্ছে।
গত বছর ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শ্রেণিকক্ষে ক্লাস শুরু হলেও দুই দফায় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে ক্লাস বন্ধ রাখা হয়। পরে ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে ক্লাস শুরু হয় সীমিত আকারে এবং ২ মার্চ থেকে প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষে ক্লাস শুরু হয়।
এপি/