প্রাথমিকে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ জুলাইয়ের মধ্যে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী জুলাইয়ের মধ্যে ৩২ হাজর ৫০০ সহকারী শিক্ষক নিয়োগ দেবে সরকার। এ লক্ষ্যে আগামী এপ্রিলের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১০ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালের এক সভায় শিক্ষক নিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি পদ শূন্য রয়েছে।
এসব পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত বছরের ২০ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু অতিমারি করোনার কারণে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
ইতোমধ্যে অবসরজনিত কারণে আরও ১০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দেখা দিয়েছ। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
শিক্ষক সংকট নিরসনে সরকার পূর্বের বিজ্ঞপ্তির শূন্যপদ ও বিজ্ঞপ্তির পরের শূন্যপদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।
এনএইচবি/এমএমএ/