চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণে সহায়তা করবে কোরিয়া
কোরিয়া সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, তথ্যপ্রযুক্তি প্রসারের পাশাপাশি মেট্রোরেল নির্মাণেও সহায়তার আগ্রহ প্রকাশ করেছে। এরই অংশ হিসেবে প্রিলিমিনারি ফিজিবিলি স্টাডি (প্রাথমিক সম্ভাব্যতা যাচাই) করতে ৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৫৭ কোটি টাকা অনুদান দিচ্ছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের ইআরডি সম্মেলনকক্ষে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কেওআইসিএ) সঙ্গে সরকারের একটি চুক্তি সই হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান ও কোরিয়া সরকারের রাষ্ট্রদূত লি জং কিয়নের উপস্থিতিতে এ চুক্তিতে সই করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, ইআরডির এশিয়া অনুবিভাগ প্রধান ও অতিরিক্ত সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং কোরিয়া সরকারের পক্ষে কইকার কান্ট্রি ডিরেক্টর ইয়াং আহ দহ।
চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয় চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য পরিবহন মহাপরিকল্পনা প্রণয়ন, যানজটমুক্ত সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে চট্টগ্রামে নগরকেন্দ্রিক পরিবেশবান্ধব মেট্রোরেল নির্মাণ এবং চট্টগ্রামের পরিবহন খাতে নিজস্ব সংস্থার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করা হবে। পরে মাস্টার প্ল্যানের আলোকে কোরিয়ার সরকারের সহায়তায় চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় পরিবহন ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে কইকার কান্ট্রি ডিরেক্টর বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের পর কীভাবে বিনিয়োগ করা যায় তা নির্ধারণ করা হবে। পাইপ লাইনে কিছু প্রকল্প আছে, আলোচনা করে তা বাস্তবায়ন করা হবে।
কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, গত পাঁচ বছরে কোরিয়া বাংলাদেশে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। আগামী পাঁচ বছরে এটা বৃদ্ধি করে ৩ বিলিয়ন করা হবে। কোরিয়ার ঋণের সুদ খুবই কম। শূন্য এক থেকে দশমিক শূন্য চার শতাংশ, ড্রেস পিরিয়ড হচ্ছে ১৪ বছর, আর ঋণের মেয়াদ হচ্ছে ৪০ বছর।
জেডএ/এসএন