‘ইরাক বাজার বাংলাদেশের জন্য সম্ভাবনাময়’
ইরাকের সুলাইমানি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বারের চেয়ারম্যান সিরওয়ান মোহাম্মদ মাহমুদ বলেছেন, ইরাকের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের প্রচুর চাহিদা রয়েছে। তার দেশের বাজার বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় ও লাভজনক।
ঢাকা চেম্বার ও ইরাকের সুলাইমানি চেম্বারের প্রতিনিধিদলের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশের ওষুধ ও চমড়াখাতে একক বা যৌথ বিনিয়োগে ইরাকের উদ্যোক্তারা অত্যন্ত আগ্রহী।
বুধবার (১৬ নভেম্বর) ডিসিসিআইতে বাংলাদেশ সফররত ইরাকের সুলাইমানি চেম্বার এর ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।
ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান জানান, ২০২০-২১ অর্থবছরে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৫৭ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার। তাতে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় ৪৯ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার। কারণ এ সময়ে বাংলাদশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৫৩ দশমিক ৪৩ মিলিয়ন ও ৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার।
ঢাকা চেম্বারের সভাপতি বাংলাদেশ থেকে আরও বেশি হারে শাক-সবজি, আলু, আম, অন্যান্য কৃষিজাত পণ্য এবং তথ্য-প্রযুক্তি বিষয়ক সেবা আমদানির আহ্বান জানান। এ ছাড়াও উৎপাদন ও সেবা খাতে দুদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের আরও সম্প্রসারণে ডিসিসিআই সভাপতি দ্বৈতকরণ পরিহারের উপর জোরারোপ করেন। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ মানবসম্পদ নেওয়ার প্রস্তাব করেন ঢাকা চেম্বার সভাপতি।
এ সময় ডিসিসিআইয়ের সহসভাপতি মনোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেডএ/এসএন