এবার চিনির দাম বাড়ানোর প্রস্তাব
ভোজ্যতেলের পর এবার চিনির দাম বাড়াতে চান রিফাইনারি মালিকরা। ইতোমধ্যে চিনির দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।
বুধবার (১০ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি দেন সংগঠনটির মহাসচিব গোলাম রহমান। তবে চিনি কেজিতে কত টাকা বাড়াতে চান চিঠিতে তা উল্লেখ করা হয়নি।
এতে বলা হয়, চিনি আমদানির মূল্য পরিশোধে ডলারের বিপরীতে অতিরিক্ত টাকা পরিশোধ করতে হচ্ছে। এতে করে লোকসানে পড়তে হচ্ছে কোম্পানিগুলোকে। অপরিশোধিত চিনি আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার সময় ডলারের দাম ছিল ৮৩-৮৫ টাকা। তবে এখন মূল্য পরিশোধের সময় বাণিজ্যিক ব্যাংকগুলো প্রতি ডলার ১১৫ টাকা হারে বিনিময়মূল্য আদায় করছে।
চিঠিতে আরও বলা হয়, আগে প্রতি টন চিনি আমদানিতে ২২-২৩ হাজার টাকা শুল্ক দেওয়া হতো। আর এখন দিতে হচ্ছে ২৮-২৯ হাজার টাকা। এতে পরিশোধন শেষে মিলগেটে প্রতি টন চিনির দাম দাঁড়াচ্ছে ১ লাখ থেকে ১ লাখ ৫ হাজার টাকা। কিন্তু চিনি বিক্রি করতে হচ্ছে ৭৮ হাজার ৩০০ থেকে ৭৮ হাজার ৮৪০ টাকায়। এমন পরিস্থিতিতে চিনির দাম না বাড়ালে লোকসান আরও বেড়ে দেউলিয়া হয়ে যাবে কারখানাগুলো।
এর আগে গত ৩ আগস্ট ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয় মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
এসজি/