ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট হার্টইউগ শ্যাফার। ছবি: বিশ্বব্যাংক
এক সপ্তাহের সফরে বাংলাদেশ এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট হার্টইউগ শ্যাফার। সফরকালে তিনি কোভিড-১৯ মহামারি থেকে পুনরুদ্ধারের জন্য নিজেদের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছেন।
বিশ্বব্যাংকের ঢাকা অফিস শুক্রবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের অংশ হিসেবে হার্টইউগ শ্যাফার অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের জনগণ এবং অর্থনীতির ধারাবাহিকতা লক্ষণীয়। কোভিড-১৯ মহামারি বাংলাদেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করলেও সরকারের সক্রিয় পদক্ষেপে কোভিড প্রতিহত করে বর্তমানে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রবৃদ্ধির ধারাবাহিকতায় সহায়তা করতে বিশ্বব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীমের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্যাফার হার্টইউগ।
বিশ্বব্যাংক জানায়, বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশের জন্য তার নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্কের প্রস্তুতি নিচ্ছে। যেখানে ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশকে সহায়তার নির্দেশনা দেওয়া হবে।
এপি/এএস