তথ্যই হবে বড় দানব: পরিকল্পনামন্ত্রী
সকালের ডাটা (তথ্য) বিকেলে দিলে হবে না উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, তথ্য নিয়মিত দিতে হবে। কারণ দিন দিন বিবিএস এর গুরুত্ব বাড়ছে। পরবর্তীতে ডাটাই হবে বড় দানব। দানব সম্পদও দিতে পারে, আবার হত্যাও করতে পারে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে পরিসংখ্যান ভবন মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
ভাষার ব্যবহার বাংলায় হতে হবে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জাপান-রাশিয়া-চীন কয়জন ইংরেজি ভাষায় কথা বলেন? ইংরেজি ভাষায় কথা না বলেও পিছিয়ে নেই তারা। তাহলে কেন আমরা বাংলা ভাষায় কথা বলে এগিয়ে যাব না।
তিনি আরও বলেন, ইংরেজি ভাষায় কথা না বলেও পাহাড় সমুদ্রসহ পৃথিবীর সবকিছু জয় করছে রাশিয়া-চীন। কেউ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইংরেজি ছাড়া চলে না। ইংরেজি ভাষার ৭০ ভাগ শব্দ ল্যাটিন। ইংরেজি ভাষা পরের ওপর নির্ভরশীল। তাই আমরা চাপ অব্যাহত রাখবো বাংলা প্রচলনে। নিজেকে বাঙালি বলতে কোনো লজ্জা নেই।
জনশুমারি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনশুমারি সঠিক সময়ে করতে পারিনি। বিভিন্ন কারণে এটা নিয়ে সমস্যায় পড়েছি। তবে উদ্দেশ্য আমাদের সৎ। প্রধানমন্ত্রীকে আমি অবহিত করেছি। আশাকরি আগামী মার্চ ও এপ্রিলে জনশুমারি নিয়ে আশার আলো দেখব।
বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘পরিকল্পনা গ্রহণে তথ্যের সঠিক সন্নিবেশ থাকা দরকার। বিদেশে দেশকে ব্র্যান্ডিং করতে তথ্যের গুরুত্ব অনেক। আমাদের সবসময় সঠিক তথ্য দিতে হবে। এটা না দিলে দেশের সঠিক পরিকল্পনা নেওয়া সম্ভব না। বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে আন্তর্জাতিক মানের তথ্য দিতে হবে। জাতিসংঘের সূচকে আমরা গ্রাজুয়েশন করেছি। সময়মতো সঠিক তথ্য দিতে হবে।’
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেডএ/আরএ/