সূচকের বড় পতনে লেনদেন শেষ
ডিএসই ওয়েবসাইট
দেশের দুই পুঁজিবাজারেই ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৮ ডিসেম্বর) মূল্য সূচকের বড় পতন দেখা গেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৬ দশমিক ৮৫ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনও কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
বুধবার ডিএসইতে ১ হাজার ১৫২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৭৮ কোটি ৬৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৩১ কোটি ৪ লাখ টাকার।
আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স গতকালের তুলনায় কমে অবস্থান করছে ৬ হাজার ৫৯২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ৩৯ দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬২১ দশমিক ০৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৭ দশমিক ০৬ পয়েন্টে।
ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, দর কমেছে ২৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৪৯ পয়েন্ট কমে ২০ হাজার ৩৬০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি টাকার শেয়ার।
টিটি/