৮৫ হাজার টন সার কিনবে সরকার: অর্থমন্ত্রী

মরক্কো, সিঙ্গাপুর ও কাফকো থেকে ৮৫ হাজার টন টিএসপি, ইউরিয়া ও রক ফসফেট সার কেনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, ‘মোট ৪৩৩ কোটি টাকা ব্যয়ে ৮৫ হাজার টন সার কেনা হবে। এই মুহূর্তে দাম বাড়ানো বা কমানোর কোনো প্রস্তাব আমাদের কাছে আসেনি।’
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।
আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ‘সরকারের জন্য যে ক্রয়গুলো করা হয়, তা ক্রয়সংক্রান্ত কমিটি থেকেই অনুমোদন দেওয়া হয়। যেহেতু আমরা অনুমোদন দেই, তাই এগুলো যথাযথভাবে কিনলাম কি না, সার্ভিসটা পেলাম কিনা, সেটা দেখভাল করার দায়িত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে।
‘যেহেতু আমাদের ক্যাপাসিটি বেড়েছে। তাই টেন্ডারগুলোতে আমরা বিদেশিদের আমন্ত্রণ জানালেও সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে চাই। তবে, যেগুলো হাইলি টেকনিক্যাল, যেগুলো আমাদের লোকাল ঠিকাদাররা ডেভেলপ করতে পারেনি, সেক্ষেত্রে বিদেশিদের অনুমোদন দেওয়া হবে।’
সভায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশের কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেডের (টিএসপিসিএল) জন্য ২৫ হাজার মেট্রিক টন রক ফসফেট ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
জেডএ/এমএমএ/
