বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

পাওনা আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক

ছবি: সংগৃহীত

বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পত্তি নিলামে বিক্রির নোটিশ দিয়েছে ইসলামী ব্যাংক। রোববার (২৩ মার্চ) দেশের একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ মার্চ পর্যন্ত সুদ ও আসলসহ ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে ইসলামী ব্যাংকের মোট পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ কোটি টাকা। এ ঋণ আদায়ের জন্য ব্যাংকটি প্রতিষ্ঠানটির বন্ধকি ২০১.৭৫ শতক জমি এবং সেখানকার ভবন ও স্থাপনাসমূহ নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখিত জমিগুলো চট্টগ্রামে অবস্থিত। আগ্রহী ক্রেতাদের আগামী ২৭ এপ্রিলের মধ্যে বিডিং করার জন্য বলা হয়েছে।

এর আগে, গত নভেম্বর মাসে এস আলম গ্রুপ জানায় যে, এলসি (লেটার অব ক্রেডিট) খুলতে না পারায় প্রয়োজনীয় কাঁচামালের অভাবে ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধ রাখতে হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৯ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের শেয়ার কিনে ব্যাংকটির বোর্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর বিভিন্ন নামে-বেনামে ব্যাংকটি থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকার ঋণ গ্রহণ করে এস আলম গ্রুপ। বর্তমানে ইসলামী ব্যাংকের প্রায় ৮৩ শতাংশ শেয়ার এস আলম গ্রুপের কাছে রয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে বর্তমানে জব্দ অবস্থায় রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার মধ্য দিয়ে এস আলম গ্রুপের ব্যাংকটির উপর কর্তৃত্বের অবসান ঘটে।

এর আগে, এস আলম গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের বন্ধকি সম্পদ বিক্রি করে ঋণ আদায়ের জন্য জনতা ব্যাংকও নিলাম নোটিশ জারি করেছিল।

Header Ad
Header Ad

বাংলাদেশের হয়ে খেলতে চান লা লিগা খেলা জিদান মিয়া

বাংলাদেশি বংশোদ্ভূত জিদান মিয়া। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডে জন্ম, সেখানেই বেড়ে ওঠা। ইংল্যান্ডের বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত জিদান মিয়া। ইতিমধ্যে প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে লা লিগা খেলার সুযোগ হয়েছে ২০ বছল বয়সী জিদান মিয়ার।

এদিকে বাংলাদেশ দলের স্ট্রাইকারের অভাব দূর করতে পারেন স্প্যানিশ ক্লাব রায়ো ভায়েকানোর ‘সি’ টিমে খেলা বাংলাদেশি বংশোদ্ভুত জিদান মিয়া। ইতোমধ্যে বাংলাদেশের পাসপোর্টও করে ফেলেছেন। বাফুফে ডাকলেই সাড়া দিবেন জিদান। তবে এখনও পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অফিসিয়ালি যোগাযোগ করা হয়নি জিদান মিয়া কিংবা তার পরিবারের সাথে।

জিদান মিয়ার বাবা বলেন, ‘আমরাও চাই বাংলাদেশ টিম ভালো করুক। হামজা চৌধুরী তো গেছে, তো আমি জানি এখানে জিদানের নাম এসেছে অনেক বার।’

জিদান মিয়ার বাবা আরও বলেন, বাফুফে থেকে তাদের সঙ্গে এখনও পর্যন্ত কোনও যোগাযোগ করা হয়নি। ‘এখনও পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনও ইনভিটেশন কিংবা অফিসিয়ালি যে যোগাযোগটা, সেটি হয় নাই। কিন্তু আমিও চাই আমার ছেলে বাংলাদেশ দলে খেলুক।’

২০০১ সালের ৭ মার্চ যুক্তরাজ্যের কেন্ট শহরে সুফিয়ান মিয়া ও শিপা মিয়ার ঘরে জন্ম জিদান মিয়ার। সুফিয়ান এবং শিপার পৈতৃক বাড়ি সিলেটের মৌলভীবাজার উপজেলার রাজনগরের। লন্ডনে তারা পাড়ি জমিয়েছেন বহু আগে।

খুব অল্প বয়সেও জিদানের বাবা তাকে একটি ফুটবল উপহার দিয়েছিলেন। খুব স্বল্প সময়ের মধ্যেই নিজের দক্ষতা দিয়ে সকলের মনোযোগ আকর্ষণ করতে শুরু করেন জিদান। ৭ বছর বয়সেই ডেভিড বেকহ্যাম একাডেমিতে ট্রেনিং শুরু করেন।

১১ বছর বয়সে পেশাদার ফুটবলার হওয়া স্বপ্ন পূরণের জন্য পরিবার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জিদান। সেখানে এরি এফসি, কলম্বাস ক্রু অনূর্ধ্ব-১৪ দলের জন্য এবং টেক্সাসের মাইকেল জনসন পারফরম্যান্স সেন্টার-এর পক্ষ থেকে বৃত্তি অর্জনের পর ৬ বছর ধারে এফসি ডালাস ইয়ুথ টিমের সাথে খেলেন জিদান মিয়া। বর্তমানে একমাত্র বাংলাদেশি হিসেবে স্প্যানিশ ক্লাব রায়ো ভায়েকানোর ‘সি’ টিমে খেলছেন তিনি। ২০১৪ সালে সবশেষ বাংলাদেশে এসেছিলেন জিদান।

Header Ad
Header Ad

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাব গৃহীত

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদে মালয়েশিয়া ও ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) এই প্রস্তাব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. সালাহউদ্দিন নোমান চৌধুরী উন্মুক্ত বিতর্ক পর্বে প্রস্তাবের ওপর ভোটের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, রাশিয়া এতে কয়েকটি সংশোধনী প্রস্তাব করেছিল, যা বাংলাদেশ গ্রহণ করেনি।

সাধারণ পরিষদের সভাপতি ভোটগ্রহণের উদ্যোগ নিলে প্রস্তাবটি ১৪১টি ভোটে গৃহীত হয়, যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি। তবে ১০টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।

এই প্রস্তাবের গ্রহণ রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে, বাংলাদেশ আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে, যা সংকট সমাধানের প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।

Header Ad
Header Ad

মুসলিম উম্মাহকে শবে কদরের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম জাতির অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

বুধবার (২৬ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ কথা বলা হয়েছে।

শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, লাইলাতুল কদর একটি জ্যোতির্ময় মহিমান্বিত রাত।

এ রাতের তাৎপর্য অপরিসীম। মাহে রমজানের এই রাতে নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন। পবিত্র এই গ্রন্থ মানবজাতির জন্য প্রেরিত হয়েছিল আলোর দিশারি হিসেবে। মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করার আল্লাহর নির্দেশ পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে।
তাতে আরো বলা হয়েছে, মাহে রমজানে ধর্মপ্রাণ মুসলমানগণ মাসব্যাপী সিয়াম সাধনায় নিজেদের জীবনকে পূত-পবিত্র এবং সুন্দরতম করে গড়ে তোলার প্রশিক্ষণ নিয়ে শবেকদরের রজনীতে আল্লাহর অনন্ত অসীম রহমতের দ্বারা পূর্ণতা লাভ করে। এই পবিত্র রজনীতে আল্লাহর ইবাদতে মশগুল মুমিন মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ইত্যাদিতে ব্যস্ত থাকবেন।

শুভেচ্ছায় বার্তায় তারেক রহমান আরো বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে প্রার্থনা জানাই, দেশ ও জনগণের কল্যাণের জন্য, মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধির জন্য। আমাদের ওপর তাঁর অশেষ করুণা বর্ষিত হোক।

আমিন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের হয়ে খেলতে চান লা লিগা খেলা জিদান মিয়া
জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাব গৃহীত
মুসলিম উম্মাহকে শবে কদরের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
চার দিনের সফরে চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
ভারতে ভয়ংকর মাদক ফেন্টানিলের উৎস! দাবি তুলসী গ্যাবার্ডের দপ্তরের
ছায়ানটে অশ্রু-গানে সন্‌জীদা খাতুনের শেষ বিদায়
মুক্তিযোদ্ধা সনদ ফেরত দিতে ১২ জনের আবেদন
রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না
বেনাপোলে ৯৬ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক
মিরসরাইয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১ আহত ৩০
র’কে নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা  
জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ৩ (ভিডিও)
শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক লিখে পোস্ট, এসিল্যান্ডকে অব্যাহতি
স্যামসাং সিইও হান জং-হি মারা গেছেন
আরও সমৃদ্ধশালী হবে নতুন বাংলাদেশ: অর্থ উপদেষ্টা
উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা তামিমের
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত
ঈদযাত্রায় কেবল ঢাকা ছাড়তেই অতিরিক্ত ৮৩২ কোটি টাকা ভাড়া আদায়
দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ
সেনাবাহিনীতে ২৯ জনকে অনারারি কমিশন প্রদান