ইভ্যালির ৭ গাড়ি ৩ কোটি টাকায় বিক্রি
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিলাসবহুল সাতটি গাড়ি নিলামে দুই কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে দামি রেঞ্জ রোভারটি এক কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়।
ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের ব্যবহার করা বিলাসবহুল ব্যক্তিগত এই গাড়িটি (রেঞ্জ রোভার) নিলামে কিনে নিয়েছেন প্রকৌশলী হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে ইভ্যালির কার্যালয়ের পাশের ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রির জন্য খোলা নিলামের এ আয়োজন করা হয়। একে একে মোট সাতটি চালু গাড়ি বিক্রির জন্য নিলামে তোলা হয়।
নিলামে প্রথমে ডাকা গাড়িটির নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮’, রেজি. সন জুন ২০২০, রেঞ্জ রোভার, ব্র্যান্ড-ল্যান্ড রোভার, তৈরি সন ২০২০।
গাড়িটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল এক কোটি ৬০ লাখ টাকা। ন্যূনতম নিলাম মূল্যের চেয়ে ২০ লাখ টাকারও বেশি দামে গাড়িটি বিক্রি হয়। গাড়িটির দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হন ৪৯ নম্বর আইডির শেখ শফিউল আলম। তিনি গাড়িটির জন্য এক কোটি ৮১ লাখ টাকা ডাক দেন। শেষে গাড়িটি আরও ৫০ হাজার টাকা বেশিতে বিক্রি হয়।
দ্বিতীয় গাড়িটি ঢাকা মেট্রো-গ-৪৫-৪১২৭, রেজি. সন জানুয়ারি ২০২১, টয়োটা প্রিউস, ব্র্যান্ড-টয়োটা, তৈরি সন ২০১৫। নিলামে ভিত্তিমূল্য ১৩ লাখ ৫০ হাজার ধরা হয়। গাড়িটি রিপন ইসলাম তারা ১৭ লাখ ৩০ হাজার টাকায় কিনে নেন।
তৃতীয় গাড়িটি ঢাকা মেট্রো-ঘ-১৮-৭৫১২, রেজি. সন জুলাই ২০২০, টয়োটা চিএইচআর হাইব্রিড, ব্র্যান্ড টয়োটা, তৈরি সন ২০১৭। গাড়িটির ভিত্তিমূল্য ডাকা হয় ১৮ লাখ টাকা। প্রায় এক-তৃতীয়াংশ বেশিতে ২৩ লাখ ৮০ হাজার টাকা দাম হেঁকে গাড়িটি নিলামে কেনেন প্রশান্ত ভৌমিক।
চতুর্থ গাড়িটি ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২০, রেজি. সন জানুয়ারি ২০২১, টয়োটা এক্সিও, ব্র্যান্ড টয়োটা, তৈরি সন ২০১৫। ভিত্তিমূল্য বা ন্যূনতম নিলাম মূল্য ডাকা হয় ৯ লাখ ১৮ হাজার টাকা। প্রায় ছয় লাখ টাকারও বেশি ডাক দিয়ে গাড়িটি নিলামে ১৫ লাখ ৩৫ হাজার টাকায় কেনেন আবদুস সবুর রাসেল।
পঞ্চম গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২১, রেজি. সন জানুয়ারি ২০২১, হোন্ডা ভেসেল, ব্র্যান্ড হোন্ডা, তৈরি সন ২০১৫। গাড়িটির ভিত্তিমূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা। ১৫ লাখ টাকা সর্বোচ্চ দাম ডেকে গাড়িটি কেনেন প্রশান্ত ভৌমিক।
ষষ্ঠ গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-৯৬১৫, রেজি. সন জানুয়ারি ২০২১, হোন্ডা ভেসেল, ব্র্যান্ড হোন্ডা, তৈরি সন ২০১৫। নিলামে গাড়িটির ভিত্তিমূল্য দেওয়া হয় ১৬ লাখ টাকা। এরচেয়ে দেড় লক্ষাধিক টাকা বেশি দিয়ে ১৭ লাখ ৬০ হাজার টাকায় কেনেন কানিজ ফাতেমা। যিনি নিলামে অংশ নেওয়া একমাত্র নারী ক্রেতা।
নিলামে ডাকা সপ্তম ও সর্বশেষ গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-চ-৫৬-৪৮২২। যার রেজি. সন জুন ২০২০, মাইক্রোবাস, ব্যান্ড টয়োটা, তৈরি সন ২০১৫। গাড়িটির ভিত্তিমূল্য ডাকা হয় ১২ লাখ টাকা। গাড়িটি ৬৬ শতাংশ বেশি দাম হেঁকে কিনে নেন রিয়াজ উদ্দিন।
এমএ/আরএ