বেক্সিমকোর শেয়ার কারসাজি, ৪২৮ কোটি টাকার বিশাল জরিমানা
ছবি: সংগৃহীত
বেক্সিমকো গ্রুপের শেয়ার কারসাজির দায়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিএসইসির ৯২৪তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়, যার সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভার পর বিএসইসির পরিচালক এবং মুখপাত্র ফারহানা ফারুকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের শেয়ার বাজার কারসাজির জন্য উল্লেখযোগ্য জরিমানা করা হয়েছে। এদের মধ্যে মারজানা রহমানকে ৩০ কোটি, মুশফিকুর রহমানকে ১২৫ কোটি, মমতাজুর রহমানকে ৫৮ কোটি এবং আব্দুর রউফকে ৩১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ট্রেডনেক্সট ইন্টারন্যাশনাল, জুপিটার বিজনেস লিমিটেড, এপোলো ট্রেডিং লিমিটেড, আর্ট ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ক্রিসেন্ট লিমিটেডের বিরুদ্ধেও বড় অঙ্কের জরিমানা আরোপ করা হয়েছে।
এছাড়া, বিএসইসি ৯টি ইস্যুয়ার কোম্পানির আইপিও বা আরপিও প্রসিডস ব্যবহারের পরিদর্শন করবে বলে ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ শিপিং করপোরেশন, বেস্ট হোল্ডিংস লিমিটেড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ আরও কয়েকটি কোম্পানি।
এই ঘটনাটি বাংলাদেশের শেয়ারবাজারে একটি বড় ধরনের আইনি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং শেয়ার বাজারের স্বচ্ছতা বজায় রাখতে এর গুরুত্ব অনেক বেশি।