শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

সরকারি অর্থের অপচয় কমাতে হবে: অর্থ উপদেষ্টা

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

সরকারের এই মুহূর্তে অর্থের প্রয়োজন। তাই সরকারি অর্থের অপচয় কমানোর আহ্বান জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘অর্থ আইন, ২০২৪’এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনীত পরিবর্তনগুলোর ওপর আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন বলেন, ‘বিদেশি ঋণে যেন ঝুঁকে না পড়ে, নিজস্ব উৎস থেকে অর্থের সংস্থান করতে জোর দিতে হবে। সরকারের এই মুহূর্তে অর্থের প্রয়োজন আছে। এজন্য সরকারি অর্থের অপচয় কমাতে হবে।’

কর কর্মকতাদের প্রতি তিনি বলেন, ‘করদাতাদের মনে যেন ভীতি তৈরি না হয়। তাদের প্রতি ন্যায়বিচার করবেন।’

তিনি আরও বলেন, ‘বিদেশি বিনিয়োগ খুব একটা পাওয়া যাবে না। অভ্যন্তরীণ রাজস্বের ওপর নির্ভর করতে হবে। তাই রাজস্ব আদায়ে দীর্ঘসূত্রতা কমাতে হবে। প্রত্যক্ষ করে ফাঁকি দেয়া যায় না। কিন্তু আমাদের পরোক্ষ করে ঝামেলা আছে। কষ্ট দিয়ে কারও কাছ থেকে রাজস্ব আদায় করবেন না।’

এদিকে এনবিআর’এর আইনগুলোকে ব্যবসাবান্ধব করার ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘সবাইকে অনলাইনে রিটার্ন দাখিলের অনুরোধ করছি। জণগণের কাঁধে ঋণের বোঝা চাপছে, অথচ এনবিআর কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারছে না। এখান থেকে বের হতে হবে।’

তিনি আরও বলেন, ‘করদাতাদের দেয়া রাজস্ব বিভিন্ন ভাবে অপচয় হয় এমন কথা প্রচলিত আছে। এখান থেকে বের হতে হবে এনবিআরকে।’

Header Ad
Header Ad

তরুণী সেজে ছাত্রলীগ নেতার ‘অসামাজিক’ কাজ, অবশেষে ধরা  

ছবিঃ সংগৃহীত

ফেসবুকে নারীর ছদ্মবেশ ধরে ব্ল্যাকমেইল, মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় এবং প্রতারণার অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন ছাত্রলীগ নেতা জোবাইরুল হক জিয়ান (২৮)। শুক্রবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে তাকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ান দীর্ঘদিন ধরে ফেসবুকে নারীদের ছবি ব্যবহার করে ভুয়া পরিচয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষকে প্রতারণা করতেন। মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়, জামিন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা এবং গ্রেফতার-বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম জানান, ফেসবুকে ভুয়া আইডি খুলে নারীদের ছবি দিয়ে প্রতারণা করতেন জিয়ান। একাধিকবার কারাগারে গেলেও ফের একই কাজে জড়িয়ে পড়েন তিনি। সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে তাকে আটক করা হয়।

স্থানীয়দের দাবি, জিয়ান অতীতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেন। তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর জিয়ান স্বীকার করেছিলেন যে, তিনি বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Header Ad
Header Ad

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি হাসনাতের  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা সরকারকে আইনী উদ্যোগ নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোন প্রক্রিয়ায় যেন ফাংশন না করে সেটা বলেছি। প্রথম ধাপ হিসেবে তাদের নিবন্ধন বাতিলের দাবি করেছি। এটা হবে প্রতিষ্ঠানিক সিদ্ধান্ত।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সাড়ে ৭টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমীর সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্রনাগরিক সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশের পরবর্তী রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। আমার আজকে সব রাজনৈতিক দল ঐকমত্য হয়েছি বাংলাদেশের আগামীর রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। বিভিন্ন সময় বিভিন্ন দল থেকে বিভিন্ন মানুষ হারিয়ে যায় একইভাবে আওয়ামী লীগ ও অপ্রাসঙ্গিক হয়েছে।

Header Ad
Header Ad

ঘরে বসে যেভাবে দেখবেন চ্যাম্পিয়নস ট্রফির খেলা    

ছবিঃ সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। খেলা হবে মোট ৪ ভেন্যুতে। এই টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারের ব্যাপারে বিস্তারিত জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

বাংলাদেশে নাগরিক টিভি ও টি স্পোর্টস পুরো টুর্নামেন্ট টিভিতে সম্প্রচার করবে। এ ছাড়া টফি অ্যাপ ও ওয়েবসাইটেও দেখা যাবে। রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮ থেকে সরাসরি জানা যাবে প্রতিটি ম্যাচের খবরাখবর।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি।

আইসিসি জানিয়েছে, সবগুলো ম্যাচই ৮০টিরও বেশি দেশ থেকে ভক্তরা সরাসরি উপভোগ করতে পারবেন। আইসিসি ম্যাচ সেন্টার হয়ে ফ্রি অডিও শোনা যাবে। এ ছাড়া আইসিসি ক্রিকেট ডটকমে বল বাই বল কমেন্ট্রি দেখতে পাবেন ভক্তরা।

প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট সম্প্রচার করবে ভারতের জিওস্টার নেটওয়ার্ক। এ ছাড়াও প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে আইসিসি টুর্নামেন্ট সম্প্রচার হবে। যেখানে ১৬টি ফিডে নয়টি ভিন্ন ভাষা রয়েছে: ইংরেজি, হিন্দি, মারাঠি, হরিয়ানভি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নড়। জিওস্টার এ লাইভ স্ট্রিমিং চারটি মাল্টি-ক্যাম ফিড দ্বারা পরিচালনা হবে। টেলিভিশনে, ইংরেজি ফিড ছাড়াও, নেটওয়ার্ক হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, স্টার স্পোর্টস এবং স্পোর্টস১৮ চ্যানেলে দেখা যাবে খেলা।

এদিকে ১৯৯৬ সালের পর আইসিসি ইভেন্ট আয়োজন করতে যাওয়া পাকিস্তানের পিটিভি, টেন স্পোর্টসের মাধ্যমে এবং ডিজিটালভাবে মাইকো এবং তামাশা অ্যাপের মাধ্যমে লাইভ খেলা দেখা যাবে। এ ছাড়াও ভারতের ম্যাচগুলো আয়োজনের দায়িত্ব পাওয়ায় সংযুক্ত আরব আমিরাত ও মিনা অঞ্চলে স্ট্রার্জপ্লেসহ ক্রিকলাইফ ও ক্রিকম্যাক্স২ এর মাধ্যমে সম্প্রচার করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

একনজরে দেখে নিই যেসব টিভি ও ডিজিটাল প্লাটফর্মে দেখা যাবে চ্যাম্পিয়নস ট্রফির খেলা

ভারত: জিওস্টার এ লাইভ স্ট্রিমিং, স্টারস্পোর্টস এবং চ্যানেল-১৮।

পাকিস্তান: পিটিভি এবং টেন স্পোর্টস, লাইভ স্ট্রিমিং: মাইকো এবং তামাশা অ্যাপ।

বাংলাদেশ: নাগরিক টিভি এবং টি-স্পোর্টস এবং টফি অ্যাপ।

সংযুক্ত আরব আমিরাত: স্ট্রার্জপ্লে, ক্রিকলাইফ ও ক্রিকম্যাক্স২।

ইংল্যান্ড: স্কাই স্পোর্টস ক্রিকেট, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস অ্যাকশন, স্কাইগো, নাও এবং স্কাই স্পোর্টস অ্যাপ।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা: উইলোটিভি, ক্রিকবাজ অ্যাপ দ্বারা উইলোতে স্ট্রিমিং (হিন্দি কাভারেজ)।

ক্যারিবিয়ান: টিভিতে ইএসপিএনক্যারিবিয়ান ও ইএসপিএন প্লে ক্যারিবিয়ান অ্যাপ।

অস্ট্রেলিয়া: প্রাইমভিডিও (হিন্দিতেও কাভারেজ)।

নিউজিল্যান্ড: স্কাই স্পোর্টস এনজেড, নাও এবং স্কাই গো অ্যাপ।

দক্ষিণ আফ্রিকা এবং সাব-সাহারান অঞ্চল: সুপারস্পোর্ট এবং সুপারস্পোর্ট অ্যাপ।

আফগানিস্তান: এটিএন

শ্রীলঙ্কা: মহারাজা টিভি (লিনিয়ারে টিভি1), সিরাসা অ্যাপ

 

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

তরুণী সেজে ছাত্রলীগ নেতার ‘অসামাজিক’ কাজ, অবশেষে ধরা  
আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি হাসনাতের  
ঘরে বসে যেভাবে দেখবেন চ্যাম্পিয়নস ট্রফির খেলা    
সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয়ে প্রতারণা, ৩ জনকে আটক
একুশে টিভির ভবনে আগুন  
একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি: প্রধান উপদেষ্টা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী হলেন শিবিরের সাবেক সভাপতি  
পাল্টে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নামও
আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে দুনিয়া-আখেরাত শেষ: আজহারী
জাতীয় নির্বাচন আগে হতে হবে : মির্জা ফখরুল  
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না: পার্থ  
অপারেশন ডেভিল হান্টে আরও ৪৭৭ জন গ্রেফতার
অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু: প্রধান উপদেষ্টা    
‘জুলাই চার্টারের ওপর নির্ভর করবে নির্বাচন কবে’
পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হলো ডা. হেলাল উদ্দিনকে
বদলে গেল ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামের’ নাম  
টাঙ্গাইলে নারী সমন্বয়ককে হেনস্তার অভিযোগ
লন্ডনে কোরআন পোড়ানোর সময় এক যুবককে পিটুনি(ভিডিও)
টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত  
হজের বিমান ভাড়া নির্ধারিত টাকার বেশি নিলে ব্যবস্থা : ধর্ম উপদেষ্টা