কুরমাঘাট-কামালপুর বর্ডারহাট উদ্বোধন
বর্ডারহাটে সুফল পাচ্ছে দুই দেশের মানুষ
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বর্ডারহাট বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে সম্পর্কের নতুন দিক খুলে দিয়েছে। এ হাট উভয় দেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। ইতোমধ্যে বাংলাদেশ ভারতের সীমান্ত এলাকার কুড়িগ্রাম, ফেনি, ব্রাক্ষ্মণবাড়িয়া এবং সুনামগঞ্জে চারটি বর্ডারহাট চালু রয়েছে। উভয় দেশের সীমান্ত এলাকার মানুষ এর সুফল ভোগ করছেন। উভয় দেশের মানুষের আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে।’
বাণিজ্যমন্ত্রী (০৩ ফেব্রুয়ারি) ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য বিভাগ আয়োজিত মৌলভীবাজার জেলার কুরমাঘাট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ঢালাই জেলার কামালপুর সীমান্তে বর্ডারহাট এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তরাঞ্চলে রপ্তানি বাণিজ্যের প্রচুর সম্ভাবনা রয়েছে। বাণিজ্য সুবিধা বৃদ্ধি করলে উভয় দেশ উপকৃত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার ভারতসহ প্রতিবেশি দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির জন্য সবধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে। ভারতের উত্তরাঞ্চলের রাজ্যের সঙ্গে কম খরচে বাণিজ্যের জন্য বাংলাদেশের চট্রগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর ব্যবহার করা হচ্ছে। এতে উভয় দেশ উপকৃত হচ্ছে।
টিপু মুনশি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক বেশ ভালো। ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত বাণিজ্যেক অংশীদার। বিগত দশ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য অনেক বেড়েছে। দশবছর আগে ২০১০-২০১১ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল ৫ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। গত ২০২০-২০২১ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৯.৯ বিলিয়ন ডলার। ভবিষ্যতে এ সম্পর্ক আরও বাড়বে। আমার বিশ্বাস চলমান বর্ডারহাটগুলো থেকে উভয় দেশের সীমান্ত এলাকার মানুষ নিজেদের শাকশব্জি, ফলমূল, মসলা, গামছা-লুঙ্গীর মত কাপড়, প্লাস্টিক পণ্য, মাছ, মেলামাইন পণ্য, মধু, তৈরি পোশাক, ক্রোকারি পণ্যসহ বিভিন্নপণ্য ক্রয়-বিক্রয় করার সুযোগ পাচ্ছেন। এতে করে উভয় দেশের মানুষের আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের চিফ মিনিষ্টার শ্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী মোনজ কান্তি দেব, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী, সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ, ত্রিপুরা ইন্ডাষ্ট্রিয়াল ডেভেলপমেন্ট কো-অপারেশন লি. এর চেয়ারম্যান শ্রী টিংকু রায়।
জেডএ/