শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ব্যাংক হলিডে

আগামীকাল বন্ধ থাকবে ব্যাংকের সব ধরনের লেনদেন

ছবি: সংগৃহীত

আগামীকাল রোববার (৩১ ডিসেম্বর) ‘ব্যাংক হলিডে’। এদিন ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। যার কারণে শেয়ারবাজারের লেনদেনও হবে না। তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। ওইদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হয় না। তবে এ সময় গ্রাহকেরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন।

নীতি অনুযায়ী ‘ব্যাংক হলিডে’ তে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হয় না।

শেয়ারবাজারের শেয়ারের অর্থ লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো প্রকার লেনদেন হয় না। তবে রোববার শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

 

Header Ad
Header Ad

১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ছবি: সংগৃহীত

দেশের উত্তরের জনপদসহ মোট ১০টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে, যার কারণে শীতের প্রকোপ বেড়েছে। তবে রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা কম থাকলেও, আজ (১১ জানুয়ারি) সকালে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কুয়াশাচ্ছন্ন অবস্থা না থাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং সকাল বেলা সূর্যের দেখা মিলবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, ঢাকায় স্বাভাবিকভাবে রাতের তাপমাত্রা কম থাকায় শীত অনুভূত হবে, তবে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। তিনি আরও বলেন, "ঢাকা এবং আশপাশের এলাকার জন্য খুব শিগগিরই ঘন কুয়াশার সম্ভাবনা নেই, ফলে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে।"

এছাড়া, দেশের উত্তরের জেলা এবং ময়মনসিংহ ও সিলেটের কিছু অংশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এই শৈত্যপ্রবাহের প্রভাব পরবর্তী সময়ে কিছুটা কমে গেলেও, সামান্য বিরতির পর আবারও শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ পরিষ্কার থাকবে। এই সময়ের মধ্যে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, এবং আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত হয়নি, এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

এছাড়া, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার এবং গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এবং আগামী ২৪ ঘণ্টায় তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

Header Ad
Header Ad

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থানার কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (১০ জানুয়ারি) রাতে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রনি এবং সাফরান নামক এক শিক্ষার্থী রয়েছেন। আহতরা চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মিরপুরের সাতটি থানা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি নতুন কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিতরা কমিটির গঠন নিয়ে নানা সমালোচনা করতে থাকেন। বিশেষ করে, পদপ্রত্যাশীদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ উঠছিল, যার ফলে কিছু পদ দেওয়া হয়নি। এ কারণে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল।

এদিন সন্ধ্যা থেকে পদ না পাওয়া নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। এর মধ্যে কথা-কাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতির রূপ নেয়। এতে কয়েকজন আহত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যান।

বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান দাবি করেছেন, “কিছু লোক মিরপুর থানার কমিটিতে যোগ দিতে চাচ্ছিল। তাদের সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তর্কবিতর্ক শুরু হয়। তবে তিনি দাবি করেন, কোনো হামলা বা হাতাহাতির ঘটনা ঘটেনি।”

Header Ad
Header Ad

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচটি ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার অবসরের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, "আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।"

তিনি আরও উল্লেখ করেন, "এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তার পরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।"

তামিম ইকবাল তার পোস্টে আরো বলেন, "অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি।"

তিনি আরও বলেন, "২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তার পরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, ‘তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’"

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল
ঢাকার হারের হেক্সা, প্রথম জয় পেল সিলেট
খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, চিকিৎসায় নতুন পরিবর্তন
কিশোরগঞ্জে একটি আম বিক্রি হলো ১৬০০ টাকায়
সিঙ্গারা খেয়ে টাকা না দেয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত ১৩
নওগাঁ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে সম্মত বিএসএফ
ইসলাম ‘অবমাননার’ দায়ে শ্রীলঙ্কায় বৌদ্ধ সন্ন্যাসীর জেল
৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: শাকিল উজ্জামান
ডাক বিভাগে ৫২৪ পদে বিশাল নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা
‘সাহস নিয়ে কাস্তে হাতে বসে ছিলাম, জীবন দিতেও দ্বিধা করতাম না‌’
এক ওসি পালানোর ঘটনায় আরেক ওসি প্রত্যাহার
কাল থেকে কলরেট, ইন্টারনেটসহ খরচ বাড়ছে ১০০ পণ্যের
জুলাই ঘোষণাপত্রে খুনিদের বিচার ও শাস্তির কথা থাকতে হবে: সারজিস
সংস্কারের পরিকল্পনাগুলো এগিয়ে নিয়ে বিদায় নেবো: শিল্প উপদেষ্টা
১০ জেলায় তীব্র শীতের পূর্বাভাস, থাকবে শৈত্যপ্রবাহ
জুলাই বিপ্লবে নিহত ৬ অজ্ঞাত মরদেহের সন্ধান
খুলনাকে প্রথম হারের স্বাদ দিয়ে রাজশাহীর দুর্দান্ত জয়
মাইনাস টু'র আশা জীবনেও পূরণ হবে না: আমীর খসরু