বাজেটে দাম কমবে যেসব পণ্যের
২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক কর ও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। আগামী অর্থবছরের বাজেট দিতে গিয়ে বিভিন্ন পণ্যের উপর ভ্যাট বা শুল্ক কর অব্যাহতির প্রস্তাব দেন অর্থমন্ত্রী।
মাংস
প্রস্তাবিত বাজেটে মাংস ও মাংসজাত পণ্যকে নিত্যপণ্যের তালিকায় আনার প্রস্তাব করা হয়েছে। আয়কর ৭ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ২ শতাংশ। ফলে কমতে পারে মাংসের দাম।
মিষ্টি
প্রস্তাবিত নতুন অর্থবছরের বাজেটে মিষ্টির উপর ভ্যাট অর্ধেক করার প্রস্তাব করা হয়েছে। ১৫ শতাংশ ভ্যাট থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে কমতে পারে মিষ্টির দাম।
পশুখাদ্য
পশুখাদ্যের উপর ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে কমতে পারে এর উৎপাদন ব্যয়।
অপটিক্যাল ফাইবার
প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে অপটিক্যাল ফাইবার ক্যাবল উৎপাদনে ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে এর দাম কমতে পারে।
ই-কমার্সের ডেলিভারি চার্জ
প্রস্তাবিত বাজেটে ই-কমার্স প্রতিষ্ঠানের বিক্রয়ের উপর ৫ শতাংশ হারে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে ডেলিভারি চার্জ কমবে।
এ ছাড়া প্রস্তাবিত বাজেটে শুল্কছাড়ের কারণে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রপাতি তৈরির সরঞ্জামসহ সফটওয়্যার, ফ্রিজ, রেফ্রিজারেটর, বাইসাইকেল, অভিজাত বিদেশি পোশাকের দাম কমতে পারে।