এবারের বাজেট হবে গরিববান্ধব: অর্থমন্ত্রী
২০২৩-২৪ অর্থবছরের বাজেট গরিববান্ধব হবে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এবার বিশেষ কোনো চাপ নেই। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে বাজেটে ধারাবাহিকতা থাকছে।
বৃহস্পতিবার (১ জুন) সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বরাবরের মতো এবারের বাজেটেও দরিদ্রদের কথা ভাবা হয়েছে। এ বাজেট দেশের সব মানুষের। এ বাজেটে আমরা ঠকব না, আমরা হারব না এবং দেশের মানুষকে ঠকাব না, হারাবও না।
অর্থমন্ত্রী বলেন, আমিও গরিবের সন্তান ছিলাম। একসময় গরিব ছিলাম। আমি জানি, গরিব হওয়াটা কত কষ্টের। তাই এ বাজেটেও দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে।
আ হ ম মুস্তফা কামাল বলেন, কাউকে গরিব করে কিছু অর্জন করতে চাই না। আমরা সবাইকে নিয়ে সবার জন্য বাজেট করেছি। সবার কল্যাণের কথা মাথায় রেখে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের সোশ্যাল সেফটি নেট (সামাজিক নিরাপত্তা বেষ্টনী) এবার বিপুল আকারে বাড়ছে। আমরা আমাদের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে গেছি। এবারও সেটা অর্জন করব বলে মনে করি। এবারের বাজেট দিয়ে সরকার সফল হবে।