বায়রার মহাসচিব শামিম, অর্থ সম্পাদক মিজানুর: মন্ত্রণালয়
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি-বায়রা’র মহাসচিব শামিম আহমেদ চৌধুরী নোমানকে মহাসচিব এবং মিজানুর রহমানকে অর্থ সম্পাদক পদে বহাল রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়।
একইসঙ্গে কোম্পানি আইন ভেঙে গত ফেব্রুয়ারিতে বার্ষিক সাধারণ সভার আয়োজন করায় ওই সভাকে বেআইনি ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুবর্ণা সরকারের সই করা চিঠিতে বায়রা ও সংশ্লিষ্টদের মন্ত্রণালয়ের আদেশ জানানো হয়েছে।
বায়রার সদস্যরা জানান, মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে দেশের প্রধান রেমিট্যান্স উপার্জনকারী এই জনশক্তি খাত আরও গতিশীল হবে।
তারা আরও জানায়, নির্বাচিত প্রতিনিধিদের এজিএম-এ একতরফাভাবে বাদ দেওয়া নজিরবিহীন। কারণ দীর্ঘ প্রায় দুবছর পর গত বছরের সেপ্টেম্বরে বায়রার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গণতান্ত্রিক সম্মিলিত সমন্বয় ফ্রন্ট ২৩টি পদে জয়লাভ করে।
অন্যদিকে, সম্মিলিত সমন্বয় ফ্রন্ট থেকে মাত্র ৪টি পদ পায়। ওই নির্বাচনে পরাজয়ের পর থেকেই বায়রার নতুন কমিটিকে অকার্যকর করতে অপতৎপরতা শুরু করে একটি চক্র। নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণের পর গত ৩০ জানুয়ারি প্রথম এজিএম বসে। কিন্তু কতিপয় সদস্যের উচ্ছৃঙ্খল আচরণের কারণে ওইদিন এজিএম মুলতবি ঘোষণা করা হয়।
পরে আবারও বার্ষিক সাধারণ সভা-এজিএম আয়োজনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়। কিন্তু সেখানে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত বছরের এজিএম করার কথা জানানো হয়নি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুবর্ণা সরকারের সই করা ২৫ মে শুনানির সিদ্ধান্ত অবহিত করণের চিঠিতে সর্বশেষ এজিএমকে কোম্পানি আইনের পরিপন্থী উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয় শামিম আহমেদ চৌধুরী ও মিজানুর রহমানকে স্ব স্ব পদে বহাল করা হয়েছে। মন্ত্রণালয়ের মহাপরিচালক (বাণিজ্য সংগঠন) উভয় পক্ষের শুনানি গ্রহণ করে এ আদেশ দিয়েছেন।
জেডএ/এমএমএ/