স্বর্ণের দাম ভরিতে কমল ৪৬৬ টাকা
স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। তাই দেশের বাজারেও প্রতি ভরিতে ৪৬৬ টাকা সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে ভালো মানের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৬ হাজার ৬৯৫ টাকা। যা এতদিন ছিল ৯৭ হাজার ১৬১ টাকা।
রবিবার (২৮ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে। সোমবার (২৯ মে) থেকে কার্যকর করা হবে। একইসঙ্গে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দামে সোনা ও রুপা বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।
বাজুস জানায়, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৬ হাজার ৬৯৫ টাকা. ২১ ক্যারেটের প্রতি ভরির মূল্য ৯২ হাজার ৩২০ টাকা করা হয়েছে। এ ছাড়া, ১৮ ক্যারেটের প্রতিভরির দাম ৭৯ হাজার ১৪০ টাকা ও সনাতনী সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ হাজার ৯২০ টাকা। তবে রুপার দাম আগের মতোই ২১ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৬৩৩ টাকা ও সনাতনী রুপা ১ হাজার ৫০ টাকা ভরি বিক্রি করা হবে।
জেডএ/এমএমএ/