সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ | ৩ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

উৎপাদন বেশি সত্ত্বেও যে কারণে পেঁয়াজের দাম লাগামহীন

দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২৫ লাখ মেট্রিক টন। এবার উৎপাদন হয়েছে ৩৪ লাখ টন। এটা চাহিদার চেয়ে ৩৬ শতাংশ বেশি। তারপরও পেঁয়াজের দাম লাগামহীন। কারণ মজুদদারি। কৃষকের কাছ থেকে পেঁয়াজ কিনে মজুদ করে ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন বেপারিরা।

জানা যায়, রমজান মাসে সবচেয়ে বেশি পেঁয়াজ লাগে ৫ লাখ টন বা মোট চাহিদার ২০ শতাংশ। রমজান মাসে পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হয়েছে। কিন্তু এখন পেঁয়াজের ভরা মৌসুম। তারপরও ঈদের পর থেকেই লাগামহীন হয়ে গেছে পেঁয়াজের বাজার।

গত সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে তা ৭০ থেকে ৭৫ টাকা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদে কৃষকরা পেঁয়াজ বিক্রি করে দিয়েছে। বেপারিরা মজুদ করে ইচ্ছামতো বাড়াচ্ছে দাম। তাই আমদানি করা না হলে কমবে না পেঁয়াজের দাম।

রাজধানীর কারওয়ান বাজার, টাউনহল, কৃষিমার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমনই চিত্র পাওয়া গেছে।

পেঁয়াজের দামের ব্যাপারে জানতে চাইলে কারওয়ান বাজারের বিক্রমপুর ভান্ডারের মালিক সবুজ ঢাকাপ্রকাশ-কে বলেন, গত সপ্তাহে পেঁয়াজের কেজি ৫৫ টাকার কম বিক্রি করা হয়েছে। বর্তমানে তা ৬৭ টাকা। এটা ভালো মানের পাবনা ও রাজশাহীর পেঁয়াজ।

মেসার্স মাতৃভান্ডারের কামাল শেখও বলেন, ঈদের পর থেকেই পেঁয়াজের দাম বেড়েই যাচ্ছে। গত সপ্তাহের ৫৫ থেকে ৫৭ টাকা কেজির পেয়াজ বর্তমানে ৬৫ থেকে ৬৭ টাকা বিক্রি করা হচ্ছে। বেড়েই যাচ্ছে দাম।

কারণ জানতে চাইলে এসব আড়তদার দাবি করেন, তারা শুধু আড়তদারি পান। দাম কে নির্ধারণ করে এমন প্রশ্নের জবাবে তারা বলেন, দেশের বিভিন্ন মোকাম থেকেই দাম বেঁধে দেয়। আমরা শুধু কেজিতে কমিশন পাই। তারা (বেপারিরা) বলছে উৎপাদন নাকি কম হয়েছে, তাই বাড়ছে দাম।

একই পেঁয়াজ একটু দূরের পাইকারি পর্যায়ে ৩৫০ টাকা পাল্লা বা ৭০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। কিন্তু ভোক্তাদের তা পেতে খুচরা বাজারে আরও ৫ টাকা বেশি গুণতে হচ্ছে।

কারওয়ান বাজারের কাঁচাবাজারের জসিম বলেন, ভালোটা ৭৫ টাকা কেজি, ফরিদপুরেরটা ৭০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। আমরা বেশি দামে কিনছি, তাই বেশি দামে বিক্রি করছি। শুধু এই ব্যবসায়ী নয়, অন্যান্য খুচরা ব্যবসায়ীদেরও একই বক্তব্য। মোকামে দাম বেশি। তাই বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

শুধু এই বাজারে নয়, কৃষিপণ্যের পাইকারি বাজার কৃষিমার্কেটেও দেখা গেছে বেশি দামে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। যা রমজান মাসের দ্বিগুণ হয়ে গেছে।

ব্যবসায়ীরা জানান, ঈদে কৃষকরা পেঁয়াজ বিক্রি করে দিয়েছে। বিভিন্ন মোকামে বেপারির কাছে মজুদ হয়ে আছে। তারা মাচা করে জমিয়ে বেশি দামে বিক্রি করছে।

ব্যাপক উৎপাদনের পর ঈদের পরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। জানতে চাইলে শ্যামবাজার কৃষিপণ্য আড়ৎ বণিক সমিতির সভাপতি মো. সাইদ ঢাকাপ্রকাশ-কে বলেন, বিশ্বাস করেন আমরা দাম বাড়াচ্ছি না। আমরা মজুদ করেও রাখছি না। তা রাখা সম্ভবও না।

তাহলে কারা দাম বাড়াচ্ছে? এ ব্যাপারে দীর্ঘ দিনের ব্যবসার অভিজ্ঞতা বর্ণনা করে মো. সাইদ বলেন, ঈদের আড়তে ২৩ থেকে ২৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করেছি। বর্তমানে ৫২ থেকে ৫৫ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। কৃষকের টাকা দরকার হওয়ায় তারা পেঁয়াজ বিক্রি করে দিয়েছে। তাদের মাল শেষ।

মো. সাঈদ অভিযোগ করে আরও বলেন, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুরের বড় বড় বাজারের বেপারিরা ঘরের মধ্যে কয়েকটা মাচা করে মজুদ করে রাখছে। ইচ্ছামতো দাম বাড়াচ্ছে। এ জন্যই দাম বাড়ছে। তারাই দাম নির্ধারণ করে দেয়। আমরা বেপারির কাছে ও পাইকারি ব্যবসায়ীদের কাছে কেজিতে শুধু এক টাকা কমিশন পাই। আড়তে বিক্রি হলেই তারা টাকা নিয়ে যায়।

এদিকে সরকারি প্রতিষ্ঠান টিসিবিও বলছে, বর্তমানে (১৪ মে) প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ টাকা। যা ৭ দিন আগে ছিল ৬০ টাকা। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে। আর এক মাসে বেড়েছে ৮৫ শতাংশ। কারণ রমজান মাসেও ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হয়েছে। শুধু তাই নয়, গত বছরের এই দিনেও পেঁয়াজের কেজি ছিল ৪০ থেকে ৪৫ টাকা। বেড়েছে ৫৩ শতাংশ পর্যন্ত।

আর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র উল্লেখ করে বলছে, দেশে এবার রেকর্ড পরিমাণ ৩৪ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। যা উৎপাদন লক্ষ্যমাত্রার কাছাকাছি। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৫ লাখ টন। এরমধ্যে রমজান মাসে সবচেয়ে বেশি ৫ লাখ টন ব্যবহার হয়। অন্যান্য মাসে গড়ে পোনে দু্ই লাখ টন লাগে।

কিন্তু রমজান মাসে ২০ শতাংশ ব্যবহার হলেও প্রতি কেজির দাম ছিল ৪০ টাকার নিচে। অথচ কম চাহিদা থাকলেও বেপারিরা ইচ্ছামতো দামে পেঁয়াজ বিক্রি করছে।

এদিকে, ঈদের পর থেকেই পেঁয়াজের দাম হুহু করে বাড়তে থাকায় কৃষি মন্ত্রণালয়ও নড়েচড়ে বসেছে। কৃষিসচিব ওয়াহিদা আক্তার রবিবার (১৪ মে) বলেন, কয়েকদিনের মধ্যেই পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার। কৃষকের স্বার্থ বিবেচনা করে পেঁয়াজ আমদানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আমরা দেশের অভ্যন্তরে পেঁয়াজের বাজার সবসময় মনিটর করছি। এই মুহূর্তে বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেশি। তাই কয়েকদিনের মধ্যেই পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গত দুই বছরে দেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে ১০ লাখ টনেরও বেশি। এ বছর দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে ৩৪ লাখ টনের বেশি। বর্তমানে মজুদ রয়েছে ১৮ লাখ ৩০ হাজার টন।

আরইউ/আরএ/

Header Ad

সাকিবকে নিয়ে চেন্নাইয়ে জল্পনা!

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে ছয় মৌসুম এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুই মৌসুম খেলেছেন সাকিব আল হাসান। এক সময় আইপিএলের নিয়মিত মুখ হলেও বয়স এবং পারফরম্যান্সের কারণে গত আসরে দল পাননি বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। তবে আগামী মৌসুমে তাকে আবারও আইপিএলের মঞ্চে দেখা যেতে পারে।

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। তার আগে প্রতিটি দল সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে চেন্নাই সুপার কিংস পাঁচজন ক্রিকেটারকে ধরে রেখেছে।

চেন্নাইয়ের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় আছেন ফ্র্যাঞ্চাইজির কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং শিবম দুবে। এ ছাড়া একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে ধরে রাখা হয়েছে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে।

নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের পরিকল্পনা সাজায় এবং তাদের পছন্দের ক্রিকেটারদের দিকে নজর রাখে। চেন্নাই সুপার কিংস সম্প্রতি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছে, যেখানে রবীন্দ্র জাদেজার সঙ্গে একজন অজ্ঞাত ক্রিকেটারের শ্যাডো ছবি দেখা গেছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, "জাদেজার জমজ অলরাউন্ডার কে?"

এই পোস্টের সঙ্গে সাকিবের চেহারা ও খেলোয়াড়ি গুণের মিল খুঁজে পেয়েছেন অনেকেই। ফলে গুঞ্জন উঠেছে, আসন্ন নিলাম থেকে সাকিবকে দলে ভেড়াতে পারে চেন্নাই।

উল্লেখ্য, মেগা নিলামে সাকিব আল হাসানের ভিত্তিমূল্য এক কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। এখন দেখার বিষয়, সাকিবকে ঘিরে চেন্নাইয়ের এই গুঞ্জন বাস্তবে রূপ নেয় কি না।

Header Ad

নারায়ণগঞ্জে টিস্যুর গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি টিস্যু পেপারের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। শুরুতে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

তবে আগুন কীভাবে লেগেছে তাৎক্ষণিক জানা যায়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে নেভানোর কাজে অংশ নেন তারা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না।

Header Ad

নিষিদ্ধ ‘ছাত্রলীগের আবরণে’ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামে দেশে নতুন এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা, স্বাধীনতা ও সংবিধান সুরক্ষিত রাখা এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানা গেছে। গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ-আদনান অন্তরের নেতৃত্বে এই সংগঠন যাত্রা শুরু করেছে।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে গোপনীয়তার সঙ্গে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

সংগঠনের মূল লক্ষ্য হিসাবে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত এবং মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা।

শনিবার ঢাকার উত্তরার ডিয়াবাড়ি পিঁপড়া কিচেন রেস্টুরেন্ট নামে একটি হোটেলে কঠিন গোপনীয়তার মাঝে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ নতুন সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

সংগঠনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ-আদনান অন্তর, মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসাবে কাজ করবেন হুমায়ুন কবির। সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে ১৫-২০ জন উপস্থিত ছিলেন। এদের মধ্যে চেয়ারম্যানের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে। অন্যদের পরিচয় জানা যায়নি।

‘মুক্তির ডাক ৭১’-এর চেয়ারম্যান আল-রিয়াদ-আদনান অন্তর জানান, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও স্বাধীনতাবিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করাই তাদের লক্ষ্য। এছাড়া শুধু রাজনৈতিক কার্যক্রম নয় বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে সংগঠনটি। শিগগিরই মাঠপর্যায়ে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। অনুষ্ঠান শেষে দলীয় লোগো উন্মোচন করা হয়। অনুসন্ধানে জানা যায়, এ সংগঠনের চেয়ারম্যান আল রিয়াদ-আদনান অন্তর টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের ১নং ব্লকের ভাণ্ডারী গলির বাবুল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গীর ৪৯নং ওয়ার্ডের সহসভাপতি ছিলেন।

সম্প্রতি তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগের স্বঘোষিত আহ্বায়ক হিসাবেও কোথাও কোথাও পরিচয় দিতেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। ২০১৮ সালে ইয়াবাসহ টঙ্গীর কলেজ গেট থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হন তিনি। এ বিষয়ে র‌্যাব-১০ এর ওয়ারেন্ট অফিসার ডিএডি মো. আজিজুর রহমান বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন। এরপর ছাত্রলীগ থেকে তিনি বহিষ্কার হন। বহিষ্কারের পূর্ব পর্যন্ত তিনি মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবুর অনুসারী তথা উভয়ে সাবেক এমপি জাহিদ আহসান রাসেলের অনুসারী ছিলেন। বহিষ্কারের পর থেকে আল রিয়াদ-আদনান অন্তর গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গ্রুপের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করতেন বলে জানা গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মো. আলমগীর হোসেন যুগান্তরকে বলেন, নতুন দল গঠনের বিষয়টি জেনেছি। সংশ্লিষ্টদের বিষয়ে কাজ চলছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

সাকিবকে নিয়ে চেন্নাইয়ে জল্পনা!
নারায়ণগঞ্জে টিস্যুর গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
নিষিদ্ধ ‘ছাত্রলীগের আবরণে’ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
নিখোঁজের চারদিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে: প্রধান উপদেষ্টা
ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি
গাইবান্ধায় আওয়ামী লীগের সাবেক সভাপতি কারাগারে
নখের পাশে চামড়া ওঠে কেন, করণীয় কী?
মেট্রোরেলের এমআরটি-৫ প্রকল্পে ব্যয় কমলো ৭ হাজার কোটি টাকা
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
সাবেক স্পিকার শিরীন শারমিন ও তাঁর স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত
বন্ধু ছাঁটাই করার দিন আজ
বিমানবন্দর থেকে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেফতার
মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের প্রেরণাদাতা: তারেক রহমান
ইসরায়েলের পাঁচ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা
পরীক্ষায় ফেলের হতাশা থেকে স্কুলে হামলা, নিহত ৮
মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ
উত্তরের জনপদে শীতের আমেজ, পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস
নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা
এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার