১৭৬ জনকে সিআইপি কার্ড প্রদান

বাণিজ্যে অবদান রাখার জন্য সরকার ১৩৮ ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের ৩৮ জনকে পদাধিকার বলে কমার্শিয়ালি ইম্পোর্টেন্ট পার্সন (সিআইপি) কার্ড দেওয়া হয়েছে।
২০১৮ সালে ব্যবসা বাণিজ্য ও রপ্তানিখাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বৃহস্পতিবার (২০ জানুযারি) রাজধানীর সোনারগাঁ হোটেলে এক অনুষ্ঠানে ব্যবসায়ী ও রপ্তানিকারকদের এসব কার্ড দেওয়া হয়।
২৫০টি আবেদন যাচাই-বাচাই করে ২২টি খাতের মধ্যে ১৮টি পণ্য ও সেবার খাতে এ কার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য সচিব তপন কান্তির সভাপতিত্বে এতে অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
প্রসঙ্গত, করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে এ কার্ড দেওয়া সম্ভব হয়নি।
জেডএ/এমএসপি
