মজুত করে মূল্যবৃদ্ধি করলেই কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

অবৈধভাবে মজুত করে মূল্যবৃদ্ধি করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, ‘উৎপাদনকারী, আমদানিকারক, ভোক্তা সমন্নিতভাবে সততার সঙ্গে দায়িত্বশীল কাজ করলে বাজার স্থিতিশীল রাখা সম্ভব। কেউ অবৈধভাবে মজুত করে মূল্যবৃদ্ধির চেষ্টা করলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রবিবার (১৯ মার্চ) দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স এর ৬ষ্ঠ সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি জানান. প্রতিটি পণ্য চাহিদার চেয়ে অনেক বেশি মজুত রয়েছে, দেশে ভোজ্যতেল, চিনি, ডাল, সোলাসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি বা মূল্যবৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। ভোক্তাদেরও একসঙ্গে বেশি পণ্য ক্রয় করে বাজারে চাপ সৃষ্টির কোনো প্রয়োজন নেই।
বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার চিনির আমদানি শুল্ক প্রত্যাহার করেছে। এ কারণে কেজিতে প্রায় পাঁচ টাকা চিনির মূল্য কমবে। শুল্ক প্রত্যাহারের সুবিধাপ্রাপ্ত চিনি অল্প কয়েকদিনের মধ্যে বাজারে আসবে।
ব্যবসায়ীদেরও সামাজিক দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পবিত্র রমজান মাসে পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রেখে ভোক্তাকে স্বস্তি দিতে হবে। দেশবন্ধু গ্রুপ ইতোমধ্যে পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্য ট্রাক সেলে বিক্রি কার্যক্রম শুরু করেছে। দেশের অন্যান্য গ্রুপগুলোও মিলগেইট মূল্যে খোলাবাজারে ট্রাক সেলের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে। আশা করা যায় এর প্রভাব বাজারে পরবে।
বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি’র মাধ্যমে দেশের কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে পবিত্র রমজান উপলক্ষে দুই কিস্তিতে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় করছে। এতে দেশের প্রায় পাঁচ কোটি নিন্ম আয়ের মানুষ উপকৃত হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার করা হবে। কেউ কৃত্রিম উপায়ে কোনো পণ্যের অবৈধ মজুত করে মূল্যবৃদ্ধির চেষ্টা করা হলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারে মুরগির সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
টাস্কফোর্স সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কশিশনের চেয়ারম্যান (সচিব) মো. ফয়জুল ইসলাম, বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশবন্ধু গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, টিকে গ্রুপ এর প্রতিনিধিসহ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেডএ/এমএমএ/
