শুল্ক কমালে দাম কমবে এটা ভুল ধারণা

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, অনেকে বলেন শুল্ক কমালে জিনিসের দাম কমবে, এটা ভুল ধারণা। কারণ এটা করা হলে রাজস্ব কমে যাবে। ডিউটি (রাজস্ব) কমানো কোনো সমাধান না।
বুধবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্য সচিব বলেন, বাজারের প্রতিযোগিতা নীতিতে এনবিআর, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়কে আমদানি ও উৎপাদনে বেশি ভূমিকা পালন করতে হবে। ব্যবসায়ী নেতারা সোচ্ছার হলে, দায়িত্ব নিলে বাহার অভিযান লাগবে না।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের স্বস্তি দিতে প্রয়োজনে আইনে সংশোধনী আনতে হবে, সমন্বয় করতে হবে। কারণ একই ব্যবসা প্রতিষ্ঠানে যেন একই সঙ্গে অভিযান করা না হয়। এতে ব্যবসায়ীদের ক্ষতি হয়।
ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেছেন, বাজার লাজুক হলে তার প্রভাব আমাদের উপর পড়ে। তাই বাণিজ্যনীতির সঙ্গে আর্থিক নীতিতে উদ্যোগ নিতে হবে। যাতে ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেছেন, বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানের কারণে ভেজাল ও নকল পণ্য কিছুটা কমেছে। করোনা ও যুদ্ধের কারণে পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের জীবন যাত্রার মান নিচের দিকে যাচ্ছে। চাহিদা অনুযায়ী শিল্পখাতে গ্যাস পাওয়া যাচ্ছে না। চিনি নিয়ে অনেক কিছু হচ্ছে। তাই আমদানি নিভর্রতা কমিয়ে দেশেই চিনির উৎপাদন বাড়াতে হবে।
জেডএ/এসএন
