ডিএসইতে স্থির মূল্য সূচক, সিএসইতে নামমাত্র উত্থান
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্য সূচকের স্থির অবস্থান ও একটির নিম্নমুখী ধারায় শেষ হলো লেনদেন। তবে আগের দিনের তুলনায় বেড়েছে লেনদেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সপ্তাহের তৃতীয় দিনে ডিএসই ওয়েবসাইট বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে শূন্য দশমিক ৪৪ পয়েন্ট।
আজ প্রধান মূল্য সূচক অবস্থান করছে ৭ হাজার ৫৫ দশমিক ৭১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ৮ দশমিক ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৯৮ দশমিক ৯৬ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৬ দশমিক ৫৬ পয়েন্টে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৮টি কোম্পানির ৩৬ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, দর কমেছে ১৪৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ৭১২ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার টাকা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮ বেড়ে ২০ হাজার ৬৫৮ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করছে। তবে বেড়েছে লেনদেন। সিএসইতে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকার শেয়ার।
আজ সিএসইতে লেনদেন করেছে ৩০৭টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, দর কমেছে ১১০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
টিটি/