ন্যায্যমূল্য নিশ্চিতে আলু রপ্তানির উদ্যোগ নেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘নতুন আলু বাজারে আসতে শুরু করেছে। সে কারণে আলুর দাম কিছুটা কমেছে। তবে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান, সে জন্য আলু রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।’
রবিবার (১৬ জানুয়ারি) রংপুর জেলার কাউনিয়া উপজেলায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নতুন বছরের শুরুতে করোনা সংক্রমনের হার কিছুটা বৃদ্ধি পেলেও দেশে ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। মানুষের আয় বেড়েছে। দেশের শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছে। ফলে বেড়েছে আমদানি- রপ্তানি।’
তিনি আরও বলেন, ‘দেশে করোনার প্রকোপ কিছুটা বাড়ায় তা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে। সচেতনতা বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিভাগ সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। করোনার সংক্রমণ প্রতিরোধে সারাদেশে সব নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। নিজ দায়িত্বে সবাইকে ভ্যাকসিন নিতে হবে।’
জেডএ/এসপি