বর্জ্য ব্যবস্থাপনায় আলাদা সেল হবে:শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় সরকার বিভাগের ভূমিকা বেশি। রি-সাইক্লিং শিল্পের সম্ভাবনা থাকলেও ভালোভাবে কাজ করা হয়নি। তবে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন প্রক্রিয়ায় অনেকে কাজ শুরু করেছি। গাইডলাইন করা হবে। লাভজনক করতে শিল্প মন্ত্রণালয়ে আলাদা সেল করা হবে। রোববার (১৬ জানুয়ারি) ‘সার্কুলার ইকোনমি ইন বাংলাদেশ: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতিঝিলে এফবিসিসিআইর সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বিশ্ব অর্থনীতি উন্নয়নের দিকে যাচ্ছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দুই শতাংশ কমতে পারে । আমাদের শিল্পায়ন ভালোই হচ্ছে। তা বাধাগ্রস্ত করা যাবে না। তবে পরিবেশ ঠিক রাখতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা তেমন গড়ে উঠেনি। কিন্তু একজনের বর্জ্য আরেক জনকে কাজে লাগাতে হবে। কারণ ইউরোপ ও আমেরিকা এভাবে কাজে লাগিয়ে অনেক এগিয়ে গেছে।
তিনি আরও বলেন, ময়লা বাংলাদেশে সম্পদ। তাকে কাজে লাগাতে হবে। রি-সাইক্লিং করতে হবে। বাংলাদেশে মানুষ বাচতে চাই, পরিবেশ রক্ষা করতে চাই। প্লাস্টিক খাতে এখনো পুরোপুরি রি-সাইক্লিং হয়নি। তা ফরমাল (আনুষ্ঠানিক) পর্যায়ে আনতে হবে। কারণ একটি কোম্পানি শুধু হ্যাঙ্গারে ৮৫ শতাংশ রি-সাইক্লিং করতে বলেছে।
জেডএ/