সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ট্যাক্স ছাড়ে বাড়ছে না কর-জিডিপির অনুপাত

সরকার বড় বড় প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় মেটাতে প্রতি অর্থবছরে বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে। এই রাজস্ব বাড়লেও কর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাত বাড়ছে না। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে (ট্যাক্স) রাজস্ব ও দেশীয় শিল্পের বিকাশে রাজস্ব ছাড় ও প্রণোদনা দেওয়ার কারণেই কর-জিডিপি বাড়ছে না। স্বল্পকর হার, কর অব্যাহতি ও কর অবকাশ সুবিধা দেওয়ার কারণে কর জিডিপির অনুপাত প্রকৃত অনুপাত থেকে ২ দশমিক ২৮ শতাংশ কম হচ্ছে। কিন্তু আইএমএফ বলছে ঋণ নিতে হলে তা বাড়াতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র মতে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ২০০৯-১২ অর্থবছরে এক লাখ ১৩ হাজার টাকার বেশি বাজেট ঘোষণা করে। এতে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয় ৬১ হাজার কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৬২ হাজার কোটি টাকার বেশি। এভাবে প্রতি অর্থবছরে বাজেটের আকার বাড়তে বাড়তে গত অর্থবছরে (২০২১-২২) ৬ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করে। যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। এরমধ্যে আদায় হয়েছে ৩ লাখ ১৬ হাজার কোটি টাকার বেশি। প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশের বেশি। জাতীয় রাজস্ব বোর্ডের কর আদায় হয় মূলত ভ্যাট (মূল্য সংযোজন কর) বা মূসক, আয়কর ও কাস্টমস থেকে।

এই তিন খাতের কর আহরণ ভালো হলেও সেই তুলনায় কর জিডিপির অনুপাত খুবই কম। তা কাঙ্খিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। স্বল্পকর হার, কর অব্যাহতি ও কর অবকাশ সুবিধা দেওয়ার কারণে কর জিডিপির অনুপাত প্রকৃত অনুপাত থেকে ২ দশমিক ২৮ শতাংশ কম হচ্ছে। কিন্তু যে করেই হোক এটা বাড়াতে হবে। এই বাড়ানোসহ আর্থিকখাতে সংস্কারের শর্তে আইএমএফ সম্প্রতি ঋণ দিয়েছে।

এ ব্যাপারে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) এর গবেষণা পরিচালক ড. এম এ রাজ্জাক বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের টাকা পেতে সরকারকে ২০২৬ অর্থবছর শেষে অতিরিক্ত ২ লাখ ৩৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে। অভ্যন্তরীণ রাজস্ব খাতকে শক্তিশালী করতে আইএমএফ এ শর্ত দিয়েছে। তিনি বলেন, আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণ পেতে শর্ত অনুযায়ী জিডিপিতে করের অবদান সাত দশমিক ৮ থেকে ২০২৩-২৪ অর্থবছরে ৮ দশমিক ৩ শতাংশ, ২০২৪-২৫ অর্থবছরে ৮.৮ শতাংশ এবং ২০২৫-২৬ অর্থবছরের কর জিডিপি অনুপাত বাড়িয়ে ৯ দশমিক ৫ শতাংশে উন্নীত করতে হবে।

এনবিআর সূত্র বলছে, শিল্পখাতের পণ্য পরিবহন ও সরবরাহসহ অবকাঠামো খাতে নির্দিষ্ট সময়ের জন্য কর অব্যাহতি সুবিধা দেওয়া হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ২২টি তথ্য প্রযুক্তিখাতে ২০০৮ সাল থেকে শতভাগ কর অব্যাহতি রয়েছে। রপ্তানিমুখী পোশাক ও বস্ত্র খাতেও ১২ শতাংশ কর সুবিধা দেওয়া হচ্ছে। এ ছাড়া দেশীয় শিল্পের বিকাশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৫০ লাখ টাকা পর্যন্ত পণ্য বিক্রি ২০২৪ সালের জুন পর্যন্ত সম্পূর্ণ করমুক্ত সুবিধা দেওয়া হয়েছে।

কৃষিখাত, ফল ও শাক-সবজি প্রক্রিয়াজাতকরণে নির্দিষ্ট সময়ের জন্য কর সুবিধা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের শিল্প থেকে আয়ের উপর ৫ থেকে ৭ বছরের জন্য ১০০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক ও পিপিপি প্রকল্পেও বিশেষ কর অব্যাহতি দেওয়া হচ্ছে।

এ ছাড়া তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থান সৃষ্টি করতেও কর ছাড় দেওয়া হচ্ছে। সর্বশেষ করোনাকালেও স্বাস্থ্যখাতের সুরক্ষা দিতে কর ছাড় দেওয়া হয়েছে।

১৯৭২ সালে জাতীয় রাজস্ব বোর্ড গঠনের পর ব্যক্তি শ্রেণির কাছে কর আদায় করা হয়। এরপর সময়ের পরিবর্তনে ১৯৮৪ সালে আয়কর আইন, ১৯৯৩ সালে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রচলন হয়। তারপর থেকেই প্রত্যেক ব্যক্তির আয়ের উপর কর ধার্য করা হয়। একে আরও গ্রহণযোগ্য করতে ২০০৯ সালে জাতীয় আয়কর দিবস ও ২০১০ সাল থেকে আয়কর মেলার আয়োজন করা হচ্ছে। এরপর আয়করকে আরও সহজলভ্য করার জন্য ই-টিআইএন ও ই রিটার্ন দাখিল ব্যবস্থার প্রবর্তন করা হয়।

এনবিআর সূত্রে আরও জানা গেছে, ১৯৭২-৭৩ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্ব আদায়ে আয়কর (প্রত্যক্ষ কর) আদায় হয়েছিল প্রায় ১১ কোটি টাকা বা ১০ শতাংশের কম। গত অর্থবছরে এসে আয়কর আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ২১ হাজার কোটি টাকা বা ৩৪ শতাংশ। ২ লাখ ৮৫ হাজার রিটার্ন দাখিলের মাধ্যমে এই আয়কর আদায় হয়েছে। তারপরও কর জিডিপির অনুপাত কম।

এ ব্যাপারে এনবিআর এর কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান বলেন, আমরা আয়কর, ভ্যাট ও কাস্টমস এর মাধ্যমে রাজস্বের ৯৬ শতাংশ আহরণ করি। বাকি ৪ শতাংশ সরকার বিভিন্ন উৎস থেকে বাজেটের রাজস্ব আদায় করে। ভ্যাট বেশি করে আদায় করার জন্য ১৯৯১ সালে প্রথম ভ্যাট প্রথা চালু করা হয়। এরপর ২০১২ সালে ভ্যাট আইন হলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে ৭ বছর পর ২০১৯ সালে তা কার্যকর হয়। কিন্তু সরকার যে উন্নয়ন কৌশল অবলম্বন করেছে অর্থাৎ ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে যেতে রাজস্ব আরও বাড়াতে হবে। ২০২৪-২৫ অর্থবছরে কর জিডিপির অনুপাত ১৩ দশমিক ৫০ শতাংশে উন্নীত করতে হবে। বর্তমানে ১০ শতাংশের নিচে রয়েছে। আমরা এভাবে আয় করলেও মাত্র দশমিক ২২ শতাংশ বিনিয়োগ করা হয় অর্থাৎ ১০০ টাকা আয় করলে ২২ পয়সা ব্যয় করা হয়। তাই রাজস্ব আহরণে পদ্ধতিগত সংস্কার দরকার, সিস্টেমে পরিবর্তন আনতে হবে।

এদিকে এনবিআর এর আরেক সদস্য শওকত আলী সাদিক বলেন, আমাদের স্মার্ট ভ্যাট ব্যবস্থা গড়ে তুলতে হবে। করের আওতা বাড়ানোর জন্য ই-রিটার্ন দাখিল, ইএফডি মেশিন চালুসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গুগল, অ্যামাজনসহ অনেক কোম্পানিকে করের আওতায় আনা হয়েছে।

আরেক কর কমিশনার ইকবাল হোসেন বলেন, অর্থনীতির চাহিদা বিবেচনা করে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট ও দেশীয় শিল্পের বিকাশে বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় ও প্রণোদনা দেওয়া হচ্ছে। আমাদের গবেষণায় দেখা গেছে এ কারণে ২ দশমিক ২৮ শতাংশ কম হচ্ছে কর-জিডিপির অনুপাত। তাই কর-জিডিপির অনুপাত বাড়ছে না। তারপরও আমরা প্রত্যক্ষ করে গুরুত্ব দিচ্ছি। জানুয়ারি পর্যন্ত ৮৪ লাখ ৪৯ হাজার করদাতা নিবন্ধিত হয়েছে। আর রিটার্ন দাখিল হয়েছে ২ লাখ ৮৫ হাজার। ২০১৫ সালে করদাতা নিবন্ধিত ছিল মাত্র ১৬ লাখ ৫১ হাজার এবং রিটার্ন দাখিল করেছিল এক লাখ ৯২ হাজার।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সদ্য শেষ হওয়া রাজস্ব সম্মেলনে দেওয়া বক্তব্যে বলেছেন, আমরা ট্যাক্স বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। জমি রেজিস্ট্রেশনসহ ৩৮টি জায়গায় রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ডিপিডিসির সঙ্গেও চুক্তি হয়েছে। বিদ্যুৎ বিল ও জমির দলিল দেখে করদাতা শনাক্ত করা হচ্ছে। তবে সব কিছু অটোমেশন করা হলেই যে ফল ভালো পাওয়া যাবে তা না। কারণ সফটওয়্যার রান করার জন্য দক্ষ মানুষ নেই। তা একান্ত দরকার।

এনএইচবি/আরএ/

Header Ad
Header Ad

বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনো সিনেমা বা গ্ল্যামার নিয়ে নয়, বরং ব্যক্তিগত জীবনের একটি রহস্যজনক ইঙ্গিত নিয়েই সরব নেটিজেনরা। ৪৯ বছর বয়সেও তার স্টাইল ও সৌন্দর্যে মোহিত ভক্তরা, কিন্তু সম্প্রতি দুবাইতে ছুটি কাটাতে গিয়ে পোস্ট করা একটি ছবিতে তাকে ঘিরে শুরু হয়েছে অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।

সবুজ মনোকিনিতে একটি ম্যাঙ্গো আইসক্রিম হাতে, খোলা চুল, চোখে সানগ্লাস আর মাথায় স্টাইলিশ টুপি পরে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন আমিশা। সাধারণত এমন ছবিতে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। তবে এবার নজর কাড়ে তার পেট। নেটিজেনদের একাংশ মনে করছেন, ছবিতে ‘বেবি বাম্প’ স্পষ্ট। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে— “তিনি কি অন্তঃসত্ত্বা?” কেউ লিখেছেন, “বিয়ের আগেই বেবি?” আবার কেউ লিখেছেন, “হে ভগবান, এটা কি সত্যি?”

 

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ছবি: সংগৃহীত

এ নিয়ে এখনও মুখ খোলেননি আমিশা। তবে এর আগে ১৯ বছরের ছোট নির্বাণ বিড়লার সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। একটি ছবি ঘিরে তখনো নেটদুনিয়ায় বেশ আলোচনা হয়েছিল, যেখানে নির্বাণকে ‘ডার্লিং’ বলে সম্বোধন করেন আমিশা, আর নির্বাণও তেমনি প্রতিক্রিয়া দিয়েছিলেন।

বর্তমানে আমিশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এটি নিছক গুজব, আলো ছড়ানো একটি ছবি, না কি সত্যিই জীবনের নতুন অধ্যায়—তা সময়ই বলে দেবে। তবে একথা নিশ্চিত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকতে অভিনেত্রী ভালোই জানেন কীভাবে দর্শকদের কৌতূহলী করে তুলতে হয়।

Header Ad
Header Ad

পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রদল কর্মী পারভেজের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন। কাঁদছে স্বজন ও গ্রামের মানুষ।

তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক সবাই। ভিডিও ফুটেজ দেখে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসির। রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে পারভেজের লাশ।

সন্তান হারানো শোকে আজোড়ে কাঁদছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন মা পারভীন আক্তার। বাবা জসিম উদ্দিন যেন শোকে পাথর। এলাকার প্রিয়মুখ পারভেজের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছে গ্রামের মানুষ।

মৃত্যুর আগের রাতে মায়ের সাথে শেষ কথা হয় পারভেজের। শেষবারের মতো ভিডিও কলে দেখেন ছেলের মুখ।

ছেলের মৃত্যুর খবর পেয়ে কুয়েত প্রবাসী বাবা জসিম উদ্দিন বাড়ি এসেছেন রোববার ভোরে। একমাত্র ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সন্তান হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন সাবেক ছাত্রদল নেতা বাবা জসিম উদ্দিন।

মা পারভীন আক্তার বলেন, 'যারা আমার ছেলেরে মারছে তাদের আমার সামনে আনো। আমি জিগাইতাম কেরে আমার ছেলের মারছে।'

বাবা জসিম উদ্দিন বলেন, 'আমার আর বাইচ্চা থাইক্যা কি অইবো। আমার ছেলেই তো নাই। হাত-পা ভাইঙ্গা রাখতো, সারাজীবন পালতাম, খালি বাবা ডাকটা শুনতাম। যারা আমার ছেলে মারছে তাদের প্রকাশ্যে ফাঁসি চাই।'

বাবা বিদেশে থাকায় নিজের গ্রামের বাড়িতে নতুন একতলা বাড়ি নির্মাণ করেছিলেন পারভেজ। কিন্তু সে বাড়িতে আর থাকা হলো না তার। ফিরেছে লাশ হয়ে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে অ্যাম্বুলেন্সে করে লাশ আসে গ্রামের বাড়ি ভালুকার বিরুনীয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে। লাশ আসার পর সৃষ্টি হয় হৃদয় বিধারক পরিবেশ। পাগল প্রায় মা-বাবা-বোনের আহাজারিতে কান্নার রোল পড়ে।

পারভেজের মৃত্যুর খবরে ভালুকার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামে ভিড় করেছেন এলাকার মানুষ। এলাকায় স্বজন, ও ভালো ছেলে হিসেবে পরিচিত পারভেজ ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত বলে জানান স্বজন ও এলাকার মানুষেরা। তাদের পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ভিডিও ফুটেজে চিহ্নিত পারভেজের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি জানান স্থানীয়রা।

পারভেজের পিতার ঘনিষ্ঠ বন্ধু ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, পারভেজের বাবা বিরুনীয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা। তাদের পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। পারভেজ এলাকায় আসলে বিএনপি ও ছাত্রদলের কর্মসূচি ও মিছিলে সবসময় অগ্রভাগে থাকতো।

এদিকে ছাত্রদল কর্মী পারভেজ হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রোববার বিকেলে ভালুকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও স্থানীয়রা। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিল পারভেজ। এ ঘটনায় আটজনের নামসহ অজ্ঞাত আসামি করে বনানি থানায় মামলা করেছে নিহতের মামাতো ভাই হুমায়ুন।

Header Ad
Header Ad

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল। ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্তির ধারা আরও এক ধাপ এগিয়ে গেল। ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা ১৯ বছর বয়সী মাঝমাঠের খেলোয়াড় কিউবা মিচেল বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, কিউবাকে গতকাল একটি ই-মেইল পাঠানো হয়েছিল। আজ বিকেলে সেই ই-মেইলের জবাবে তিনি জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলতে তিনি আগ্রহী এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রস্তুত আছেন।

জন্মসূত্রে ইংল্যান্ডের হলেও কিউবার মা বাংলাদেশের এবং বাবা জ্যামাইকান। ইতোমধ্যে সান্ডারল্যান্ডের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন তিনি। তার ফুটবল যাত্রা শুরু হয়েছিল বার্মিংহাম সিটির যুব দলে।

এর আগে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরির ফুটবলার সামিত সোমও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে তার জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে এবং পাসপোর্টের আবেদন প্রক্রিয়াধীন।

ডেনমার্কপ্রবাসী মিডফিল্ডার জামাল ভূঁইয়ার পথ ধরে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ দলে খেলার এই ধারা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হামজা চৌধুরীর অভিষেকের পর থেকেই বিষয়টি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও বেড়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া
পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল
আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর
২০২৫ শেষ হওয়ার আগেই ৫০ সেঞ্চুরিতে দেশের প্রথম এনামুল হক
ভিসা বাতিল করায় ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি
এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল
দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির অভিমত
ফাইয়াজের মামলায় আইন মন্ত্রণালয়ের এখতিয়ার নেই: আসিফ নজরুল
ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!
বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল মুসলিম সমাজ, হায়দ্রাবাদে গণবিক্ষোভ
ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
আল-আকসা ভেঙে মন্দির স্থাপনের পরিকল্পনা ফাঁস, ফিলিস্তিনের সতর্কবার্তা
শেখ হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন : স্বাস্থ্য উপদেষ্টা
আইপিএলে অভিষেক ম্যাচেই তিন রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী