করদাতাদের হয়রানি না করার আহ্বান

করদাতাদের কোনোক্রমেই হয়রানি করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, ‘কর পেতে হলে সেবা বাড়াতে হবে। করের আওতা কীভাবে বৃদ্ধি করা যায় তা দেখতে হবে। তবে করদাতাদের কোনোক্রমেই হয়রানি করা যাবে না।’
সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজস্ব সম্মেলনের দ্বিতীয় দিনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এনবিআর এর উদ্যোগে আয়কর ব্যবস্থা ক্রম বিকাশ এবং বাংলাদেশের অগ্রযতায় আয় করের ভূমিকা শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা টাকা উপার্জন করেন। ট্যাক্স কালেক্টররা তাদের থেকে ট্যাক্স আদায় করেন। কিন্তু তাদের মধ্যে ভয় থেকে যায়। কাজেই এনবিআরকে করদাতাদের ভীতি দূর করতে হবে। কারণ অনেক ট্যাক্স পেয়ার বলেছে আমরা সরকারকে ট্যাক্স দিই। ট্যাক্স গ্রহণকারীদেরও কিছু দিই।’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘সবকিছুতে জবাবদিহিতা থাকতে হবে। কারণ অনেকে ৫০ হাজার টাকা বেতনের চাকরি করে পাঁচ কোটি টাকার বাড়ি কেনে।’
মন্ত্রী বলেন, ‘এনবিআর এর কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে হবে। আগে ৯৮ শতাংশ মানুষের গায়ে কাপড় থাকত না। একটা গরু জবাই করলে সহজে মাংস বিক্রি হতো না। এখন পাঁচ সাতটা বিক্রি হয় গ্রামের বাজারে। অর্থাৎ গ্রামেও মানুষের আয় বেড়েছে। কর্মকর্তাদের পলিসি গঠনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। কোথাও দরকার হলে পলিসি সংশোধন করতে হবে।’
দেশের আমূল পরিবর্তন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এখন উন্নয়ন পার্টনাররা আমাদের কাছে আসছে। আমাদের মিসকিনের জাতি গালি খেতে হয় না। কারণ, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে গত বছরে আমূল পরিবর্তন হওয়ার কারণে দেশ এলডিসি গ্রাজুয়েশন হয়েছে।’
জেডএ/এমএমএ/
