‘রমজান উপলক্ষে চাহিদার বেশি এলসি খোলা হয়েছে’

আগামী রমজান মাস উপলক্ষে সয়াবিন তেল, চিনি, পেঁয়াজ, ছোলা ও খেজুর এই পাঁচটি পণ্যের এলসি প্রায় ৬ শতাংশ বেশি করে খোলা হয়েছে।
জানুয়ারি মাসে চিনি, সোয়াবিন তেল, ছোলা, পেঁয়াজ ও খেজুরের এলসি খোলা হয়েছে ১২ লাখ ৫৩ হাজার ৪০৬ টনের। গত বছরের জানুয়ারিতে খোলা হয়েছিল ১১ লাখ ৮২ হাজার ৭৭৩ মেট্রিক টন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক এসব তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, অনেকে বলছেন, ব্যাংক এলসি খুলছে না। কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে তা হচ্ছে গত জানুয়ারি মাসে রমজান উপলক্ষে পাঁচটি পণ্যের অনেক বেশি এলসি খোলা হয়েছে গত বছরের জানুয়ারির তুলনায়।
এর মধ্যে শুধু চিনিতে এলসি বেশি খোলা হয়েছে ১৮ দশমিক ৪৬ শতাংশ। কারণ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে জানুয়ারিতে চিনির এলসি খোলা হয়েছে ৫ লাখ ৬৫ হাজার ৯ ৪১ মেট্রিক টন। যা গত বছর জানুয়ারিতে ছিল ৫ লাখ ১১ হাজার ৪ ৯৩ মেট্রিক টন।
রমজানের আরেক গুরুত্বপূর্ণ উপকরণ সয়াবিন তেলের এলসি বেশি খোলা হয়েছে প্রায় ১১ শতাংশ। আর খেজুরের এলসি বেশি খোলা হয়েছে প্রায় ৭৯ শতাংশ। রমজান মাস আসতে আরো দুই মাস আছে। এর মধ্যে এসব পণ্য এসে যাবে। কারণ, কোনো পণ্যের এলসি খোলা হলে দুই এক মাসের মধ্যেই দেশে পৌঁছে যাবে এটাই স্বাভাবিক নিয়ম।
জেডএ/এমএমএ/
