বন্ধ থাকবে জমজমের পানি বিক্রি

পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটসহ সারা দেশে পবিত্র জমজমের পানি বিক্রি বন্ধ থাকবে।
নির্দেশনা অমান্য করে কেউ এ পানি বিক্রি করলে আমরা দোকান সিলগালা করে দেব বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।
সোমবার (৩০ জানুয়ারি) ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পবিত্র জমজমের কুপের পানি খোলা বাজারে বিক্রি সংক্রওান্ত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। এ সময় বায়তুল মোকাররম মার্কেটের জমজম কূপের পানি বিক্রেতারা উপস্থিত ছিলেন।
কুপের পানি ব্যবসায়ীদের উদ্দেশে ভোক্তার মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, খোলা বাজারে এটা কীভাবে এলো, কিসের উপর ভিত্তি করে আপনারা এই পবিত্র পানি বাণিজ্যিকভাবে বিক্রি করছেন। কোথায় থেকে, কাদের মাধ্যমে এই পানি আপনাদের হাতে আসছে।
এই সব বিষয় নিয়ে এবং বাণিজ্যিকভাবে এই পবিত্র পানি বিক্রির বিষয় নিয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে বসব। ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাদের এ বিষয়ে ধর্মীয় ব্যাখ্যা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মহাপরিচালক বলেন, আপনারাও এই জমজমের পানির বিক্রির উৎস সম্পর্কে মালিক সমিতির সঙ্গে আলোচনা করে জানাবেন। তার আগ পর্যন্ত বাণিজ্যিকভাবে বাইতুল মোকাররম মার্কেটসহ খোলা বাজারে জমজম কূপের পানি বিক্রি বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করে যদি এরপরও কোেনা ব্যবসায়ী এই পবিত্র পানি বিক্রি করেন তাহলে সেই দোকান আমরা সিলগালা করে দেব।
উল্লেখ্য, রবিবার (২৯ জানুয়ারি) বায়তুল মোকাররম মার্কেটে জমজমের পানি বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে জানতে পেরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে নামে। ব্যবসায়ীরা জানায়-ছোট বোতল ৩০০ আর ৫ লিটারের পানি ২৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। কিন্তু পানির উৎস কোথায়, তারা তা জানায়নি। এ জন্য তাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেডএ/এমএমএ/
