সনদ ছাড়া চানাচুর বেচায় গ্র্যান্ড বেকারিকে জরিমানা

পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই সিএম লাইসেন্স ও মোড়কজাতকরণ সনদ ছাড়া চানাচুরসহ অন্যান্য পণ্য বিক্রি এবং বাজারজাত করছে রাজধানীর বড় মগবাজারের গ্র্যান্ড বেকারি অ্যা০ন্ড কনফেকশনারি।
এ অপরাধে বিএসটিআই বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার জরিমানা করেছে।
বিএসটিআই সূত্র জানায়, বিএসটিআই সিএম লাইসেন্স ছাড়া চানাচুর বিক্রি করায় হাতিরঝিল থানা এলাকার ওই প্রতিষ্ঠানটিকে টাকা ২৫ হাজার জরিমানা করা হয়।
একইসঙ্গে পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া বিস্কুট, পাউরুটি, চানাচুর, চিড়া ভাজা, প্লেইন কেক বিক্রি এবং বাজারজাত করার অপরাধেও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বিএসটিআই আইন ২০১৮ মোতাবেক দুই অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই'র কর্মকর্তা মো. আশিকুজ্জামান (ফিল্ড অফিসার) ও পরিদর্শক মো. নাজমুস সায়াদত।
জেডএ/এমএমএ/
