সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
শেয়ারবাজারে নানা ছন্দ পরিবর্তনে শেষ হলো গত সপ্তাহের লেনদেন। বিদায়ী সপ্তাহে (৯-১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৭৩ কোটি ৮৮ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ১৫ লাখ ৭৯ হাজার ২৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ০৫ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাওয়ার গ্রিড। কোম্পানিটির ৫ কোটি ৭৩ লাখ ৪৯ হাজার ৮৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪২২ কোটি ৭৬ লাখ ৯৪ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৩ কোটি ১১ লাখ ২২ হাজার ৭৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৪ কোটি ২২ লাখ ৮ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ২৬৭ কোটি ৭৪ লাখ ৭ হাজার টাকার, তিতাস গ্যাসের ২১৫ কোটি ১৮ লাখ ১৭ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ২১২ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১৯৯ কোটি ৩ লাখ ১৪ হাজার টাকার, ডেলটা লাইফ ইনসুরেন্সের ১৯২ কোটি ৭ লাখ ৪৭ হাজার টাকার, ফারইস্ট লাইফ ইনসুরেন্সের ১৮০ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৩৯ কোটি ২৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
টিটি/