চালু হলো ভারত-বাংলাদেশ ট্রেড পোর্টাল
ভারত-বাংলাদেশ ট্রেড পোর্টাল চালু হয়েছে। গুয়াহাটির বাংলাদেশ সহকারী হাইকমিশন এবং ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এই ট্রেড পোর্টাল চালু করেছে। মূলত উত্তর-পূর্ব ভারতের জন্য এই পোর্টাল চালু করা হয়েছে।
ভারতের ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার খবরে বুধবার (১২ জানুয়ারি) বলা হয়, এই ট্রেড পোর্টালটি বিটুবি। এটি উভয় দেশের ক্রেতা-বিক্রেতাকে সংযোগ ঘটাবে।
বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার শাহ মোহাম্মদ তানভীর মনসুর বলেন, ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন ডলার। কিন্তু উত্তর-পূর্ব ভারতের এক্ষেত্রে অবদান মাত্র ১ শতাংশ।
আরইউ/এমএমএ/