চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না জনবল: এফবিসিসিআই
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, শিল্প প্রতিষ্ঠানগুলোতে চাহিদা ব্যাপক থাকলেও শিল্পের চাহিদা অনুযায়ী জনবল পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, ‘একদিকে শিক্ষিত বেকারদের সংখ্যা দিন দিন বাড়ছে, অন্যদিকে শিল্প প্রতিষ্ঠানগুলোতেও দক্ষ কর্মীর অভাব প্রকট হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে শিল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠদান পদ্ধতির আধুনিকায়ন দরকার। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন জরুরি।’
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এর ক্যাম্পাসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।
মো. জসিম উদ্দিন বলেন, ‘আমাদের অর্থনীতির পরিমাণ এখন প্রায় ৪৬০ মিলিয়ন। এটা প্রতিদিন বাড়ছে। ফলে আমাদের অর্থনীতির পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষ জনবলের চাহিদা জোরালো হচ্ছে।
চতুর্থ শিল্প বিল্পব মোকাবিলা এবং দক্ষ জনবলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিশেষ শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই বিদেশে দক্ষ লোকজন পাঠানো গেলে তাদের আয় দ্বিগুণ হবে। আর দক্ষ জনবল গঠনে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে কারিকুলামেও পরিবর্তন আনতে হবে, যোগ করেন তিনি।
জেডএ/এমএমএ/