মূল্য সূচকের নামমাত্র উত্থানে শেষ হলো লেনদেন

দেশের দুই পুঁজিবাজারে প্রধান মূল্য সূচকের অল্প উত্থানে শেষ হলো লেনদেন। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ডিএসই ও সিএসই ওয়েবসাইট বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ২১ দশমিক ১৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ।
আজ প্রধান মূল্য সূচক অবস্থান করছে ৭ হাজার ১৭ দশমিক ২৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ৯ দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬১৬ দশমিক ১৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০১ দশমিক ৭১ পয়েন্টে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৮টি কোম্পানির ২৩ কোটি ৪৬ লাখ ৩৯ হাজার ৬৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, দর কমেছে ১৬৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ২৪২ কোটি ৮৪ লাখ ১১ হাজার টাকা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫৪৫ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ২৯ লাখ ৬১ হাজার টাকার শেয়ার।
আজ সিএসইতে লেনদেন করেছে ২৯৭টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, দর কমেছে ১৩১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
টিটি/
