সিলেটে ‘দারাজ’ কর্মীদের কর্মবিরতি
বিভিন্ন দাবিতে সিলেটে আন্দোলনে নেমেছে অনলাইনভিত্তিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ‘দারাজ’এর কর্মীরা।
বুধবার (১২ জানুয়ারি) বেলা দেড়টায় বিক্ষুব্ধ কর্মচারীরা প্রতিষ্ঠানের সিলেট কার্যালয় বন্ধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি থেকে দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনরত ডেলিভারিম্যান অনিক হোসেন বলেন, ‘প্রতিষ্ঠানে মাসিক বেতনের কোনো নিয়ম-নীতি নেই। প্রতি মাসে রাইডারদের প্রাপ্য বেতনের চাইতে কম দেওয়া হয়। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিউটির নিয়ম থাকলেও তাদের দিয়ে ওভারটাইম করানো হয়, কিন্তু ওভারটাইমের পারিশ্রমিক দেওয়া হয় না।’
তিনি বলেন, ‘ডেলিভারির সময় ফোনের খরচ ও পর্যাপ্ত খরচ দেওয়া হয় না। কোনো ধরনের নোটিশ ছাড়াই নতুন নতুন নিয়ম রাইডারদের উপর চাপিয়ে দেওয়া হয় এবং অফিসে অবস্থান করতে বাধ্য করা হয়।’
অনিক হোসেন আরও অভিযোগ করে বলেন, গত নভেম্বর মাসে টানা ২৪ ঘণ্টা ডিউটি করানো হলেও রাইডারদের প্রাপ্য পারিশ্রমিক দেওয়া হয়নি।’
অনিকের সঙ্গে সহমত প্রকাশ করে প্রতিষ্ঠানের অপর ডেলিভারি ম্যান মিনহাজ বলেন, অভিযোগ রয়েছে আরও অনেক। ‘আমরা সিলেট কার্যালয়ের ব্যবস্থাপক রামীম চৌধুরীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। একইসঙ্গে দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।’
ডিডি/এমএমএ/