স্বাস্থ্যবিধি মেনেই চলবে বাণিজ্য মেলা
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন সংক্রমণ রোধে সরকার বিধিনিষেধ জারি করেছে। ১৩ জানুয়ারি থেকে তা কার্যকর হবে। তবে এমন পরিস্থিতিতে ভয়ের কিছু নেই। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনেই বাণিজ্য মেলা চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় । মঙ্গলবার (১১ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান জানিয়েছেন।
অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনেই বাণিজ্য মেলার কার্যক্রম চলবে। বিধিনিষেধ মেনে বাণিজ্য মেলার কার্যক্রম চলবে, তাতে কোনো অসুবিধা নেই। বন্ধ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। কারণ মার্কেট তো চলছেই। মেলা খোলা জায়গায় হচ্ছে না। তবে যতটুকু খোলা আছে সেখানে যাতে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে কঠোর নজরদারি থাকবে। পরিস্থিতি খারাপ হলে পরে তা বিবেচনা করে পদক্ষেপ নেওয়া হবে।’
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অমিক্রনে আক্রান্ত হলে সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সভা-সমাবেশ নিষিদ্ধসহ ১১ দফা উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এই রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত হচ্ছে দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হলো।
উল্লেখ্য, করোনার কারণে গত বছর বাণিজ্য মেলার আয়োজন স্থগিত করে সরকার। এবার পরিস্থিতি কিছুটা ভালো হলে গত ০১ জানুয়ারি থেকে নতুন জায়গায় শুরু হয়েছে এই মেলা।
আগের ঘোষণা অনুযায়ী পূর্বাচলের স্থায়ী ঠিকানা বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২ চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
এবারের বাণিজ্য মেলায় ১১টি দেশের ২২৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল এবং ১৫টি খাবার দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। বরাবরের মতো এবারও মেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে। অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ শীততাপ নিয়ন্ত্রিত এক্সিবিশন সেন্টারের দেড় লাখ বর্গফুট আয়তনের দুইটি হলে সব স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। কোভিড-১৯ বিবেচনা করে মেলা চলাকালীন স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
জেএ/এসআইএইচ