বাড়ল আয়কর রিটার্ন জমার সময়সীমা
আয়কর রিটার্ন জমার সময় আবারও বাড়ানো হয়েছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর দাবি বিবেচনা করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর বুধবার (৩০ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিদ্যমান আয়কর আইন অনুযায়ী ব্যক্তি শ্রেণির করদাতার ২০২২-২৩ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।
এনবিআর জানিয়েছে, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ সংশ্লিষ্ট অংশীজনদের দাবি ছিল সময় বৃদ্ধির। তা বিবেচনা করে সময় বাড়ানো হয়েছে।
এর আগে এক অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করদাতাদের সুবিধার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলো। এরপর আর সুযোগ দেওয়া হবে না। গত বছর ২৫ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এবারের বাজেটে ৩৯ ধরনের সেবা নিতে আয়কর রিটার্নের সঙ্গে প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, এসব পদক্ষেপের ফলে আশা করা হচ্ছে ২০২২-২৩ করবর্ষ গতবারের চেয়ে বেশি রিটার্ন জমা পড়বে।
এদিকে এনবিআর কর্মকর্তারাও জানান, এবারে ব্যাপকভাবে বাড়বে রিটার্ন দাখিল। কারণ সরকারের পক্ষ থেকে রাজস্ব বৃদ্ধি করতে খুবই তৎপর। তাই বিভিন্ন ক্ষেত্রে এনবিআরও গুরুত্ব দিয়েছে। এবার ৩৫ লাখ রিটার্ন জমা ছাড়িয়ে যেতে পারে।
রাজধানীর পল্টন এলাকা ও সেগুন বাগিচার কর অঞ্চল -৩, ৪, ১১, ১২, ২, ১৩ সহ বিভিন্ন সার্কেল ঘুরে সরেজমিনে বুধবার (৩০ ডিসেম্বর) বিভিন্ন শ্রেণি পেশার করদাতাদের ভিড় দেখা যায়। এসব কর অঞ্চলের ভিতরে জায়গায় না থাকায় অনেককেই সড়কে মোটরসাইকেলের সিটেও রিটার্ন দাখিলের ফর্মপূরণ করতে দেখা যায়।
৩ নম্বর কর অঞ্চলের সামনে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মোস্তাফিজুর রহমান ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘মেলার মতোই এখানে সেবা পাওয়া যাচ্ছে। তেমন ঝামেলা পোহাতে হয় না। মেলায় আরও দেখা যায়, অল্প বয়সের চাকরিজীবীরাই বেশি রিটার্ন দালিল করছেন।
জেডএ/এসএন