রাজধানীতে ৫৫ টাকায় চিনি বিক্রি করবে টিসিবি
বাজার থেকে হঠাৎ করে উধাও হয়ে যাওয়ায় খোলাবাজারে চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল সোমবার থেকে রাজধানীতে এই চিনি পাওয়া যাবে। ৫৫ টাকা কেজি দরে টিসিবি চিনি বিক্রি করবে।
গত ৬ অক্টোবর সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও চিনি রিফাইনারি মিল মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি খোলা চিনি ৯০ টাকা ও প্যাকেটজাত প্রতি কেজি চিনি ৯৫ টাকা দরে বিক্রি করার সিদ্ধান্ত হয়। কিন্ত ওই সিদ্ধান্ত কার্যকর তো দূরের কথা গত কয়েকদিন ধরে বাজার থেকে চিনি উধাও।
খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিকরা চিন্তা সরবরাহ বন্ধ রেখেছেন। অপরদিকে মিল মালিকরা বলছেন, গ্যাস সংকটের কারণে চিনির উৎপাদন অর্ধেকে নেমে এসেছে।
এদিকে আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চিনির কোনও সংকট নেই। চলতি বছরের নয় মাসে দেশে সাড়ে ১৬ লাখ টন চিনি আমদানি হয়েছে। গত বছর চিনি আমদানি হয়েছিল ১৭ লাখ টন।
এমন পরিস্থিতিতে রবিবার রাতে সরকারের ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, আগামীকাল থেকে রাজধানীতে ৫৫ টাকা কেজি দরে চিনি বিক্রি করবে।
এনএইচবি/এসআইএইচ