বড় অপরাধে ফৌজদারি মামলা চান বাণিজ্যসচিব
বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেছেন, ভোক্তা অধিকার আইনে তিন ধরনের ব্যবস্থা আছে। বাজার অভিযানে জরিমানার সঙ্গে ফৌজদারি ও দেওয়ানি মামলাও করার ব্যবস্থা আছে। কিন্তু মহাপরিচালকের অনুমোদন লাগবে। তাই হয়তো করা হয় না।
তিনি বলেন, ‘কিন্তু আমার আজকের বক্তব্য স্পষ্ট বড় বড় অপরাধে ফোজদারি মামলা করতে হবে।’
রবিবার (১৬ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ নির্দেশ দেন। রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবন মিলনায়তনে এ শুনানি অনুষ্ঠিত হয়।
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক শফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইএর সভাপতি মো. জসিম উদ্দিন, ও ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম।
তপন কান্তি ঘোষ বলেন, নকল ও ভেজাল দেওয়ার বিরুদ্ধে বিশেষ আইন আছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের আইন আছে। ভোক্তা আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একদিকে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে আবার জড়িতদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হচ্ছে।
অন্যদিকে, অফিসেও অভিযোগের শুনানি করা হচ্ছে। প্রমাণিত হলে শাস্তিরও ব্যবস্থা হচ্ছে।
বক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিনিয়র সচিব বলেন, অভিযোগ নিষ্পত্তির পরিমাণ বাড়াতে হবে। কারণ, শুধু অভিযান করে সব করা যাবে না। দেশে খাদ্যের মান দেখার জন্য বিএসটিআই আছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে। তারা সঠিকভাবে কাজ করলে ভোক্তা অধিদপ্তরের কাজ অনেকটা কমে যাবে।
ধর্ম থেকে শুরু করে সব জায়গায় প্রতারণা না করতে বলা হয়েছে। শুধু সরকারের ১০০ থেকে ২০০ জন অফিসার দিয়ে কি সব নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা শুধু লাভের জন্য যেন ব্যবসা না করি।
তিনি আরও বলেন, নিজ নিজ জায়গায় সবাই কাজ করলে ভোক্তা আইন এক সময় লাগবে না। কিন্তু বড় বড় ব্যবসায়ীদের জন্য প্রতিযোগিতা কমিশন লাগবে। কারণ, দেশের উৎপাদন ও চাহিদা বিবেচনা করে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা থাকবে না। বড় বড় প্রতিষ্ঠান থাকবে। তাই তাদের অসম প্রতিযোগিতায় দেখার জন্য প্রতিযোগিতা কমিশন থাকতে হবে। চাল, আটা ময়দা ও ডিটারজেনে বেশি দাম নেওয়ার কারণে অনেক প্রতিষ্ঠানকে এখন প্রতিযোগিতায় কমিশনে আসতে হচ্ছে। কারণ, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অনেক প্রতিষ্ঠিত কোম্পানি হতভাগ হয়ে যাচ্ছে এটা আবার কী। কিন্তু মনে রাখতে হবে গুগলের মতো বড় প্রতিষ্ঠানকেও জরিমানা করা হচ্ছে। কারণ, আইন অমান্য করলে জরিমানা পেতেই হবে, যোগ করেন তিনি।
জেডএ/এমএমএ/