১৭তম জাতীয় ফার্নিচার মেলা শুরু
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে ১৭তম জাতীয় ফার্নিচার মেলা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) শুরু হওয়া দেশীয় ফার্নিচার শিল্পের সর্ববৃহৎ এই আয়োজন চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক কে. এম আকতারুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।
মেলায় ৩৪টি প্রতিষ্ঠানের মোট ১৮২টি স্টল রয়েছে। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি এ মেলার আয়োজনে করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।
প্রধান অতিথি মো. জসিম উদ্দীন বলেন, এই মেলার মাধ্যমে ফার্নিচার কোম্পানির মালিকদের বলব, ফার্নিচার রপ্তানি বাণিজ্যের দিকে ফোকাস করতে। এর মাধ্যমে ফার্নিচার ইন্ডাস্ট্রি এবং দেশ দুটোই উপকৃত হবে। আপনারা নিজেরা বসেন, নীতিমালা তৈরি করুন। দেখবেন একটি রাস্তা তৈরি হয়ে গেছে।
১৭তম জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতযোগিতা। প্রতিযোগিতায় সেরা ছবি অঙ্কনের জন্য প্রথম ১০ জনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার এবং প্রত্যেক অংশগ্রহণকারী পাবে সার্টিফিকেট ও স্কেচ বুক। চিত্রাঙ্কনের বিষয় ছিল, 'ছবির মত ঘর'।
গত ১৬ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবার মেলার ১৭তম আয়োজন। এই মেলার উদ্দেশ্য হলো দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি বাড়ানো। এরই মধ্যে বিদেশে ফার্নিচার রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
জেডএ/এসজি