প্রক্রিয়াজাত মাংস রপ্তানিতে ২০ শতাংশ সহায়তা
হালাল মাংস রপ্তানির সঙ্গে এবার মাংস থেকে উৎপাদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতেও নগদ সহায়তা দেওয়া হবে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এই সুবিধা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত প্রযোজ্য হবে।
রপ্তানি বৃদ্ধি করতে চলতি ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি খাতে নগদ সহায়তা ঘোষণা করেছে সরকার। গত অর্থবছরের মতো এবারও ১ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত মোট ৪৩টি খাতে এই নগদ সহায়তা পাবেন রপ্তানিকারকরা। এবার ১০০ শতাংশ হালাল মাংসের পাশাপাশি ১০০ শতাংশ হালাল প্রক্রিয়াজাত মাংসজাত পণ্য রপ্তানিতেও ২০ শতাংশ হারে নগদ সহায়তা ঘোষণা করা হয়েছে।
বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক মো. সরোয়ার হোসেনের সই করা সার্কুলারে বলা হয়েছে, গত ২০২১-২২ অর্থবছরে ১০০ শতাংশ হালাল মাংস রপ্তানিতে ২০ শতাংশ হারে নগদ সহায়তা দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল।
এবার তার সঙ্গে ১০০ শতাংশ হালাল প্রক্রিয়াকৃত মাংসজাত পণ্য রপ্তানিতেও ২০ শতাংশ হারে নগদ সহায়তা দেয়া হবে। দেশের রপ্তানি বাণিজ্য উৎসাহিত করার লক্ষ্যে এই সহায়তা ঘোষণা করা হয়েছে।
বর্তমানে ৪৩ খাতের বিভিন্ন ধরনের পণ্য রপ্তানির বিপরীতে সরকার ১ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা ঘোষণা করেছে। গত অর্থবছরে চা, দেশে তৈরি বাইসাইকেল ও এর যন্ত্রাংশ, দেশে তৈরি এমএস স্টিল পণ্য এবং দেশে উৎপাদিত সিমেন্ট শিট রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তার আওতাভুক্ত করা হয়।
রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য শর্তসহ সকল এফই সার্কুলার বা সার্কুলার পত্রের নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
জেডএ/এমএমএ/