এবার রিজার্ভ হবে ৫ হাজার কোটি ডলার: অর্থমন্ত্রী
চলতি অর্থবছরে দেশের রিজার্ভ বেড়ে পাঁচ হাজার কোটি ডলার হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার (২ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী। স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
২০২১ সাল জাতির জীবনে বিশাল গৌরবের বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সবচেয়ে বড় অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পৌঁছার অর্জন। গত ১২ বছরে বাংলাদেশে অভাবনীয় পরিবর্তন হয়েছে। ১২ বছর আগে আমাদের রিজার্ভ ছিল এক হাজার ৪০০ কোটি ডলার। বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭০০ কোটি ডলারে। চলতি অর্থবছরে তা বেড়ে পাঁচ হাজার কোটি ডলার।
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে ৪১তম অর্থনীতির দেশে পৌঁছা সম্ভব হয়েছে। ২০৩০ সালে এসডিজি ও ২০৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশে পৌঁছার সক্ষমতা অর্জন করতে পারব। এভাবে এগিয়ে গিয়ে আমরা ২০৪১ সালে সুখী-সমৃদ্ধ দেশে পরিণত হবে।
অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা।
জেডএ/এসএন