সাপ্তাহিক টপ টেন গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ৫০ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১১১ কোটি ৪৮ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকা।
টপ টেন গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৫০ দশমিক ৩৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০২ কোটি ১১ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২০ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকা।
পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৩১ দশমিক ৫৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭৪ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৮২ লাখ ৮৭ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য সাত কোম্পানি হচ্ছে- ইউনিয়ন ক্যাপিটাল, বিডি মনোস্পুল পেপার, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইপিডিসি ফিন্যান্স, অ্যাপেক্স ফুডস ও ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
টিটি/