সূচকের উত্থানে লেনদেন শুরু

সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৭৩৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনেদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫৭ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৬টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৮টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক উত্থানে লেনদেন চলছে। একই সময়ে সিএসইতে ১৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
টিটি/
