সর্বোচ্চ দর কমেছে জুট স্পিনার্স'র

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। শেয়ারটির দর ১৮ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭০ শতাংশ কমেছে।
বুধবার (২৪ আগস্ট) ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি সর্বশেষ ১৭২ টাকা ২০ পয়সা দরে লেনদেন করে। এদিন কোম্পানিটি ৩০১ বারে ২৯ লাখ ৪৫২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫১ লাখ টাকা।
এদিকে সমতা লেদার কমপ্লেক্স দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ৩ টাকা ৯০ পয়সা বা ৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৪০ পয়সা বা ৪ দশমিক ৩৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতনের তালিকায় থাকা অন্য সাত কোম্পানি হলো- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, লিবরা ইনফিউশন, একমি পেস্টিসাইডস, বিআইএফসি, কে অ্যান্ড কিউ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
টিটি/
