দুই দিন পর শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী চিত্র
ফাইল ছবি
দেশের দুই পুঁজিবাজারেই বদলেছে লেনদেনের চিত্র। দুই দিন পর আজ সূচকের নিম্নমুখী ধারার পরিবর্তন দেখা গেছে। সপ্তাহের শেষ দিনে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হলো লেনদেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ডিএসই ও সিএসই ওয়েবসাইট বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ দশমিক ৫১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৭ শতাংশ।
আজ প্রধান মূল্য সূচক অবস্থান করছে ৬ হাজার ৭৫৬ দশমিক ৬৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ১০ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৩২ দশমিক ৫৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩১ দশমিক ১২ পয়েন্টে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৭টি কোম্পানির ১৭ কোটি ২৩ লাখ ৭৩ হাজার ৫৩১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, দর কমেছে ১৪৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯২১ কোটি ৮১ লাখ ৪৬ হাজার টাকা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৬৬ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৬১ লাখ ১৮ হাজার টাকার শেয়ার।
আজ সিএসইতে লেনদেন করেছে ২০৬টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, দর কমেছে ১৩৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪১টির।
টিটি/