ডিজিটাল লেনদেন পরিচালনার জন্য ইসলামী ব্যাংককে সম্মাননা

বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ প্রকল্পের আওতায় লিডিং পার্টনার হিসেবে ঢাকার গাবতলী গরুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ সফলভাবে পরিচালনা করায় ইসলামী ব্যাংককে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (৩ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আ.ফ.ম কামালউদ্দিনের নিকট সম্মাননা হস্তান্তর করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম ও অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ জিয়াউল হক, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুরুল হক উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
এমএমএ/
